ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বাংলাদেশকে ১৫-২০ ওভার দিতে চেয়েছিল শ্রীলঙ্কা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ৩০ ২১:২৮:১৩
বাংলাদেশকে ১৫-২০ ওভার দিতে চেয়েছিল শ্রীলঙ্কা

দিন শেষে দলের প্রতিনিধি হয়ে আসা ওসাদা ফার্নান্ডো জানালেন এসব কথা। লঙ্কান ব্যাটসম্যান এও জানিয়ে দিলেন, বাংলাদেশের সামনে ৫৫০ রানের মতো দিতে চান তারা। দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ৪৬৯ রান।

ফার্নান্ডো বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল তাদের দিনের শেষদিকে ১৫-২০ ওভার ব্যাটিং করতে দেয়ার। কিন্তু আবহাওয়ার কারণে এবং দ্রুত কয়েকটি উইকেট হারানোয় আমরা সেটা পারিনি। এই পিচে ৫৫০ যথেষ্ট ভালো স্কোর হবে বলে মনে হচ্ছে।’

শ্রীলঙ্কা তাদের কাঙ্খিত রান পায়নি, সেজন্য বাংলাদেশি বোলারদেরই কৃতিত্ব দিচ্ছেন ফার্নান্ডো। তিনি বলেন, ‘তারা সকালে বেশ ভালো বোলিং করেছে। তাই আমরা দ্রুত রান নিতে পারিনি। তারা লাইন-লেহ্ন বজায় রেখে বল করে গেছে। আকাশ কিছুটা মেঘে ঢাকা থাকায় সম্ভবত পিচ থেকে কিছুটা সাহায্যও পেয়েছে তারা।’

এই পিচে তৃতীয় আর চতুর্থ দিনে টার্ন পাওয়া যাবে, মনে করছেন ফার্নান্ডো। তার আশাবাদী কণ্ঠে উচ্চারণ, ‘পিচ গতকালের চেয়ে আজ কিছুটা স্লো ছিল। আমার মনে হয় আগামীকাল কিংবা তার পরের দিন, পিচে কিছু টার্ন থাকবে। এখনও খুব বেশি পায়ের ছাপ পড়েনি, তবে সেটা পড়লে কিছু টার্ন পাওয়া যাবে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ