আজকের ম্যাচে নতুন ঘটনা ঘটালো পাঞ্জাব

মূলত ১৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাঞ্জাব কিংসের স্পিনারদের কাছে ধরাশয়ী হয়েছে বিরাট কোহলিরা। দুই স্পিনার হারপ্রীত ব্রার এবং রবি বিষ্ণর ঘূর্ণিতে পাঞ্জাবের কাছে ৩৪ রানে হেরেছে বেঙ্গালুরু। এদিকে বেঙ্গালুরুকে হারিয়ে কলকাতা নাইট রাইডার্সকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের পাঁচে ওঠে এলো লোকেশ রাহুলের দল।
১৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলকে ভালো শুরু এনে দিতে পারেননি কোহলি এবং দেবদূত পাডিকাল। গেল কয়েক ম্যাচে দারুণ ব্যাটিং করলেও এদিন ব্যাট হাতে জ্বলে ওঠতে পারেননি পাডিকাল। রিলে মেরিডিথের বলে স্টেপ আউট করে এসে মারতে গিয়ে বোল্ড হয়েছে বাঁহাতি এই ওপেনার।
তরুণ এই ব্যাটসম্যান ফিরেছেন ৬ বলে ৭ রান করে। এরপর রজত পাটিদারকে নিয়ে জুটি গড়ে শুরুর বিপর্যয় সামাল দিলেও দ্রুতগতিতে রান তুললে পারেননি কোহলি। তাতে দলের পঞ্চাশ রান পূর্ণ করতে খেলতে হয়েছে ৮ ওভার। হাত খুলে খেলার চেষ্টা করলেও খুব বেশি সুবিধা করতে পারেননি বেঙ্গালুরুর এই অধিনায়ক।
৩৪ বলে ৩৫ রান করে হারপ্রীতের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন কোহলি। এরপরের বলে বোল্ড হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। হ্যাটট্রিকের সম্ভবনা জাগালেও সেটা পূর্ণ করতে পারেননি বাঁহাতি এই স্পিনার। তবে নিজের পরবর্তী ওভারে এবি ডি ভিলিয়ার্সকে আউট করে ম্যাচ নিজেদের হাতে নিয়ে আসেন হারপ্রীত।
এরপর পাঞ্জাবের হয়ে বাকি কাজটা সারেন রবি বিষ্ণই। ১৬তম ওভারে বল করতে এসে শাহবাজ আহমেদ এবং ড্যানিয়েল স্যামসকে ফেরান ডানহাতি এই লেগস্পিনার। শেষ দিকে হার্শাল প্যাটেল ১৩ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেললেও দলের জয় নিশ্চিত করতে পারেননি। ফলে পাঞ্জাবের কাছে হার নিয়ে মাঠ ছাড়তে হয় কোহলির দলকে।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি পাঞ্জাব। মায়াঙ্ক আগারওয়ালের অসুস্থতায় একাদশে সুযোগ পেলেও নিজেকে মেলে ধরতে পারেননি প্রভশিমরান। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ফিরেছেন ৭ বলে ৭ রান করে৷ এরপর অবশ্য ক্রিস গেইলকে সঙ্গে নিয়ে দারুণ এক জুটি গড়েন লোকেশ রাহুল। তিনে নেমে শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং শুরু করেন গেইল।
কাইল জেমিসনকে এক ওভারে পাঁচটি চার মেরে দারুণ শুরু করেন গেইল। অন্য বোলারদের ওপরও তাণ্ডবলীলা চালিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান।যদিও হাফ সেঞ্চুরি তুলে নেয়ার আগেই সাজঘরে ফিরতে হয় বাঁহাতি এই ব্যাটসম্যানকে। ২৪ বলে ৪৬ রান করে ড্যানিয়েল সামসের বাউন্সারে ডি ভিলিয়ার্সের হাতে ক্যাচ দিয়ে ফেরেন গেইল।
এরপর অবশ্য থিতু হতে পারেননি নিকোলাস পুরান, শাহরুখ খান ও দীপক হুডা। কোনো রান না করেই সাজঘরে ফেরেন পুরান। যা কিনা এবারের আসরে তাঁর চতুর্থ গোল্ডেন ডাক। আর হুডা ফিরেছেন ৯ বলে ৫ রান করে। শাহরুখও ফিরেছন কোনো রান না করেই।
তাতে রান তোলায় কিছুটা ভাটা পড়ে পাঞ্জাবের। যদিও শেষদিকে হারপ্রীত ব্রারকে সঙ্গে নিয়ে দ্রুত রান তুলেছেন রাহুল। ১৭ বলে ২৫ রান করে অপরাজিত ছিলেন হারপ্রীত আর ৫৭ বলে ৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে ১৭৯ রানের সংগ্রহ এনে দেন অধিনায়ক রাহুল।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- দেশের বাজারে ইতিহাস গড়ে কমলো সোনার দাম, জেনেনিন বাজার মূল্য
- অভিনেতা সিদ্দিককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল কর্মীরা
- আজ বাংলাদেশের বাজারে১৮ ক্যারেট, ২১ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দাম
- ৬ ইন্স্যুরেন্স কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা, কারা কত শতাংশ দিচ্ছে
- বাংলাদেশ স্কোয়াডে দুই পরিবর্তন, আসছে এক চেনা মুখ ও এক নতুন নাম
- বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন হাসানত আব্দুল্লাহ
- মার্জিন রুলস ১৯৯৯-এ বড় পরিবর্তন: পুঁজিবাজারের নতুন দিগন্ত
- ১১ কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশ: কার লাভ, কার ক্ষতি?
- ৬৯০ টাকায় সাড়ে ১২ কেজির এলপি গ্যাস, কেন পাচ্ছে না সাধারণ মানুষ?
- ১৬ কোম্পানির ইপিএস প্রকাশ: কার আয় বাড়ল, কে পড়ল লোকসানে
- শেয়ারবাজারের স্থিতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বিএসইসি
- বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি দাউদ হায়দার মারা গেছেন
- বিনিয়োগকারীদের জন্য ৭ কোম্পানির নগদ লভ্যাংশ ঘোষণা
- আজকের সৌদি রিয়াল রেট (২৮ এপ্রিল ২০২৫)
- রিয়াল বনাম বার্সা ফাইনাল: কখন, কোথায়, কিভাবে দেখবেন আজ রাতে