ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

চার ছক্কার ঝড়ে ফিফটি তুলে নিলেন তামিম,দেখেনিন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ মে ০১ ১২:০৬:০১
চার ছক্কার ঝড়ে ফিফটি তুলে নিলেন তামিম,দেখেনিন সর্বশেষ স্কোর

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৭৫ রান। তামিম ৫৮ ও সাইফ ১৩ রানে ব্যাট করছেন।

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তামিম ইকবাল ও সাইফ হাসান। প্রথম টেস্টের মত এ ম্যাচেও শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন তামিম। অন্যপ্রান্তে ধরে খেলে রান করতে মনোযোগী ছিলেন সাইফ।

দলের রান যখন ৬১, তখন ক্যারিয়ারের ৩১তম ফিফটি পূরন করেন তামিম। অর্ধশতকের পথে ৫৭ বল খেলেন দেশসেরা ওপেনার।

এর আগে তৃতীয় দিন সকালে ৭ উইকেটে ৪৯৩ রানে নিজেদের ইনিংস ঘোষণা করে শ্রীলংকা। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন নিরোশান ডিকওয়েলা ও রমেশ মেন্ডিস।

তাসকিনের বলে ৩৩ রান করা মেন্ডিস আউট হওয়ার সঙ্গে সঙ্গে ইনিংস ঘোষণা দেন লংকান অধিনায়ক দিমুথ করুনারত্নে। অন্যপ্রান্তে ডিকওয়েলা ৭৭ রানে অপরাজিত ছিলেন। চার উইকেট শিকার করে প্রথম ইনিংসে বাংলাদেশের সফলতম বোলার তাসকিন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ