ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

নারাইনকে বাদ দিয়ে আজকের ম্যাচের জন্য কলকাতার একাদশ ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ মে ০১ ১২:৩৬:২৬
নারাইনকে বাদ দিয়ে আজকের ম্যাচের জন্য কলকাতার একাদশ ঘোষণা

কলকাতার হয়ে প্রথম ৩ ম্যাচে মাঠে নেমেছিলেন সাকিব। ১ ম্যাচে ব্যাট হাতে ২৬ রান করলেও বাকি ম্যাচগুলোতে সাকিব খুব বেশি সুবিধা করতে পারেননি। অন্যদিকে বল হাতে কম খরুচে ছিলেন সাকিব। তবে এরপরও তাকে একাদশ থেকে ছাঁটাই করে কলকাতা টিম ম্যানেজমেন্ট।

সাকিবকে একাদশ থেকে বাদ দিয়ে দলে নেয়া হয় সুনীল নারাইনকে। তবে ক্যারিবিয়ান এই অলরাউন্ডার ছিলেন ব্যর্থতার চূড়ান্ত সীমানায়। চার ম্যাচে এখন পর্যন্ত কোন ম্যাচেই নিজের রান নিয়ে যেতে পারেননি দুই অঙ্কের ঘরে। সর্বোচ্চ রান ৬ এর সাথে তার মোট রান মাত্র ১০। টপ অর্ডার কিংবা মিডল অর্ডার কোনো জায়গাতেই সুবিধা করতে পারেছেন না তিনি। এমন পারফরম্যান্সের পর নারাইনকে একাদশ থেকে ছাঁটাই করতে যাচ্ছে কলকাতা।

দিল্লির বিপক্ষে ম্যাচ হারের পর ম্যাককালাম বলেন,

‘’এটা খুবই হতাশাজনক। আমার মনে হয়, একজন প্লেয়ার হিসেবে, তোমাকে বাছাই করা হচ্ছে যখন, তখন স্বাধীনতা, আত্মবিশ্বাস, আনুগত্য দেওয়া হচ্ছে। যাতে তুমি মাঠে আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে পারো। এবং টিমকে সাফল্য এনে দিতে পারো। এটাই আমি এবং আমার অধিনায়ক (ইয়ন মরগান) প্লেয়ারদের বুঝিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, আমরা সেই রেজাল্ট পাইনি। আমাদের যেটা খুবই প্রয়োজন, সেটাই পাচ্ছি না।‘’

নাইটদের হেড কোচ যোগ করেন,

‘’যদি একজন মানুষকে পাল্টানো না যায়, তা হলে তাঁকে বদলে ফেলতে হবে। স্বভাবতই পরের ম্যাচে কিছু পরিবর্তন করতে হবে। কিছু নতুন প্লেয়ার দলে ঢুকবে। যারা চেষ্টা করবে রেজাল্ট দিতে।‘’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ