ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

শ্রীলঙ্কা নয় বাংলাদেশকে হারাচ্ছে আম্পায়ার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ মে ০১ ২১:৫৫:০১
শ্রীলঙ্কা নয় বাংলাদেশকে হারাচ্ছে আম্পায়ার

ঘটনাটি ঘটে বাংলাদেশ-শ্রীলঙ্কার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের তৃতীয় দিনে। লঙ্কানদের রান রান পাহাড়ের জবাবে বাংলাদেশের ইনিংসের নবম ওভারের খেলা চলছে। তামিমের আগ্রাসী ব্যাটিংয়ে বলের আকৃতি বদলে যায়, প্রয়োজন হয় বল পরিবর্তনের।

অন ফিল্ড আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগে ৮ ওভার পুরনো বল খোঁজার চেষ্টা করেন। তবে এই ম্যাচেরই আরেক আম্পায়ার কুমার ধর্মসেনা বক্স থেকে একেবারে নতুন বল তুলে দেন সুরাঙ্গা লাকমালের হাতে। যা দেখে অবাক হয়েছেন ম্যাচের ধারাভাষ্যকাররাও।

এমসিসির নিয়ম বলছে, আম্পায়াররা যখন বল পরিবর্তন করবেন তখন পরিবর্তিত বলটির অবস্থা হতে হবে আগের বলটির মতো। পরিবর্তিত বল বেশি উজ্জ্বল হলে রুমাল দিয়ে ঘষে ঔজ্জ্বল্য নষ্ট করতে হবে। তবে নিয়মের পথে না হেঁটে এই লঙ্কান আম্পায়ার অনিয়মের কৌশল নিয়েছেন কোন উদ্দেশ্যে?

শুধু তাই নয়, প্রথম টেস্টের আগের দিন শ্রীলঙ্কার অনুশীলনে স্বাগতিক স্পিনারদের টিপস দিতে দেখা যায় ধর্মসেনাকে। যে কোনো ম্যাচে আইসিসি নির্ধারিত আম্পায়ার কোন দলের পরামর্শক হতে পারে কি?

এখানেই শেষ নয়। এই ইনিংসেই মুশফিকের আউটের ক্ষেত্রেও আলোচিত আম্পায়ার ধর্মসেনা। প্রভীন জয়াবিক্রমার বলে মুশফিকের এলবিডব্লিউতে আপত্তি জানালে রিভিউ নেয় লঙ্কানরা। সেখানে নিশ্চিত হয় মুশফিকের বিদায়। কিন্তু ধর্মসেনা সিদ্ধান্ত দেন রিভিউ বাতিলের। পরক্ষণেই অবশ্য নিজের ভুল শুধরে নেন।

২০১০-এ টেস্ট আম্পায়ার হিসেবে অভিষেক হবার পর থেকেই বিতর্ক যেন এই আম্পায়ারের ছায়াসঙ্গি। ২০১২ তে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা লর্ডস টেস্টে বিতর্কিত সিদ্ধান্তের কারণে সমালোচিত হন। অথচ সে বছরই আইসিসির সেরা আম্পায়ারের পুরস্কারও পান কুমার ধর্মসেনা।

২০১৭ তে বাংলাদেশ-ইংল্যান্ড চট্টগ্রাম টেস্টে ধর্মসেনার সিদ্ধান্তের বিরুদ্ধে ১৬টি রিভিউ নেয়া হয়েছিলো। যে রিভিউগুলোর অর্ধেকই তার বিপক্ষে গিয়েছিল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ