ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

আজ আইপিএলে হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে রাজস্থান, দেখেনিন একাদশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ মে ০২ ১০:৪৭:৪৭
আজ আইপিএলে হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে রাজস্থান, দেখেনিন একাদশ

বাংলাদেশ সময় আগামীকাল ম্যাচটি শুরু হবে বিকাল চারটায়। তবে আগামীকাল রাজস্থান রয়েলসের একাদশের আসতে পারে একাধিক পরিবর্তন। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদের একাদশে ডেভিড ওয়ার্নারের পরিবর্তে দেখা যেতে পারে জেসন রায়কে।

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ: জোস বাটলার, যশশবী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (উইকেট কিপার এবং অধিনায়ক), ডেভিড মিলার, রিয়ান পরাগ, রাহুল তেওয়াতিয়া, শিবম ডুব / মহিপাল লোমার, ক্রিস মরিস, জয়দেব উনাদকাত / শ্রেয়াস গোপাল, চেতন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান।

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার / জেসন রায়, জনি বেয়ারস্টো (উইকেট কিপার), মনীশ পান্ডে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), বিজয় শঙ্কর, কেদার যাদব, রশিদ খান, জে সুচিতথ / অভিষেক শর্মা, ভুবনেশ্বর কুমার / সিদ্ধার্থ কৌল, সন্দীপ শর্মা, খলিল আহমেদ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ