ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বাংলাদেশকে বিশাল রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ মে ০২ ১৩:৪১:৫০
বাংলাদেশকে বিশাল রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা

অন্যদিকে সিরিজ নির্ধারণী টেস্ট জিততে বাংলাদেশকে ৪৩৮ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে লংকানরা। ফলে ম্যাচ তথা সিরিজ জিততে চাইলে ইতিহাস গড়তে হবে টাইগারদের।

প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৯৩ রান করার পর নিজেদের দ্বিতীয় ইনিংস ৯ উইকেটে ১৯৪ রানে ঘোষণা করেছে স্বাগতিক শ্রীলংকা। তাই জয়ের জন্য ২৫১ রানে প্রথম ইনিংসে অল আউট হওয়া বাংলাদেশের প্রয়োজন সবমিলিয়ে ৪৩৮ রান। সময় পাচ্ছে প্রায় পাঁচটি সেশন ও দেড়শ ওভারের কিছু বেশি।

উল্লেখ্য, চতুর্থ ইনিংসে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ৪১৩ রান। ঢাকায় ২০০৮ সালে এত রান করেও হেরেছিল সাকিব-মুশফিকরা।

১৭ রানে দুই উইকেট নিয়ে পাল্লেকেলে টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলংকা। শুরু থেকেই স্বাগতিকদের চেপে ধরে বাংলাদেশ। ফলও মেলে দ্রুত। তাইজুলের মিডল-লেগ স্ট্যাম্পে করা বলটি খেলতে গিয়ে শর্ট লেগে ক্যাচ তুলে দিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। এর আগে ১২ রান করেন তিনি।

এরপর বড় জুটি গড়েন অধিনায়ক দিমুথ করুণারত্নে ও ধনঞ্জয় ডি সিলভা। ৬৬ রানে করুণা আউট হলে ভাঙে দুজনের ৭৩ রানের জুটি। এরপরই ফিরে যান ৪১ রান করা ধনঞ্জয়। উইকেট দুটি নেন যথাক্রমে সাইফ হাসান ও মেহেদী মিরাজ।

ক্রমেই ভয়ংকর হয়ে উঠতে থাকা পাথুম নিশাংকাকে লাঞ্চের আগের ওভারে ফিরিয়ে দেন তাইজুল ইসলাম। এর আগে তিনি করেন ২৪ রান। লাঞ্চের পর একে একে আউট হন নিরোশান ডিকওয়েলা ও রমেশ মেন্ডিস। এর আগে তারা করেন যথাক্রমে ২৪ ও ৮ রান।

তাইজুল ইসলামের বলে সুরাঙ্গা লাকমল ১২ রানে বোল্ড হওয়ার সঙ্গে সঙ্গে ইনিংস ঘোষণা করে শীরলংকা। বাংলাদেশের হয়ে একাই ৫ উইকেট নেন তাইজুল। এছাড়া মেহেদি হাসান মিরাজ দুটি, তাসকিন আহমেদ ও সাইফ হাসান একটি করে উইকেট নেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ