ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

গুরুত্বপূর্ণ উইকেট হারালো বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ মে ০২ ১৪:৪০:২৫
গুরুত্বপূর্ণ উইকেট হারালো বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর

স্বাগতিকদের দেয়া ৪৩৭ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে অল্পেই বিদায় নিলেন তামিম। আউট হওয়ার আগে ২৬ বলে করেছেন ২৪ রান। অভিজ্ঞ ওপেনারের উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে গেল বাংলাদেশ দল। দ্বিতীয় উইকেটে চাপ সামাল দিতে খেলছেন সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ১ উইকেটে ৩৫ রান। ম্যাচ জিততে করতে হবে আরও ৪০২ রান, বাকি রয়েছে অন্তত ১৫০ ওভারের খেলা। অর্থাৎ ম্যাচ ড্র করতে হলেও পুরো ১৫০ ওভার ব্যাটিং করে ফেলতে হবে বাংলাদেশকে।

ম্যাচের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৯৩ রান করে ইনিংস ছেড়েছিল শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশ দল অলআউট হয় ২৫১ রানে। নিয়ম মোতাবেক বাংলাদেশ ফলোঅনে পড়লেও, তা করাননি লঙ্কান অধিনায়ক। ২৪২ রানের বিশাল লিড নিয়ে নিজেরাই ব্যাটিংয়ে নামেন দ্বিতীয় ইনিংসে।

আজ (রোববার) ম্যাচের চতুর্থ দিন দ্বিতীয় সেশনে ইনিংস ঘোষণার আগে শ্রীলঙ্কা করেছে ৯ উইকেটে ১৯৪ রান। প্রথম ইনিংসের ২৪২ রানসহ তাদের লিড দাঁড়িয়েছে ৪৩৬ রানের। এ রান তাড়া করে ম্যাচ জিততে হবে বাংলাদেশকে। যা রীতিমতো অসাধ্য সাধনের এক মিশন।

নিজেদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জেতার রেকর্ড রয়েছে বাংলাদেশের। আর সাদা পোশাকের অভিজতা ক্রিকেটে রান তাড়া করে জেতার বিশ্বরেকর্ড ৪১৮ রানের। অর্থাৎ ম্যাচ জিততে এখন ইতিহাসই গড়তে হবে মুমিনুল হক, মুশফিকুর রহীমদের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ