ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বিধ্বংসী মনিশ পান্ডেকে ক্লিন বোল্ড আউট করলো মুস্তাফিজ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ মে ০২ ১৮:৫৫:৪৫
বিধ্বংসী মনিশ পান্ডেকে ক্লিন বোল্ড আউট করলো মুস্তাফিজ

৩৯ বলে চারটি চার ও দুটি ছয়ে এই আসরে নিজের প্রথম হাফ সেঞ্চুরি করেন বাটলার। বাকি পঞ্চাশ করতে খেলেছেন আর মাত্র ১৭ বল। ৫৬ বলে ১০ চার ও ৫ ছয়ে শতক হাঁকান তিনি। এই আইপিএলে তৃতীয় খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি করলেন বাটলার। তার আগে ক্লাব সতীর্থ ও অধিনায়ক সাঞ্জু স্যামসন ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দেবদূত পাডিক্কাল একশ করেন।

১৯তম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে বাটলার তিনটি ছয় ও একটি চারে তোলেন ২৪ রান। সন্দীপ শর্মা তাকে বোল্ড করেন ১২৪ রানে। ৬৪ বলের ইনিংসে ছিল ১১ চার ও ৮ ছয়। এই আসরের সর্বোচ্চ ব্যক্তিগত পারফরম্যান্স করে মাঠ ছাড়েন বাটলার।

১৭ রানে প্রথম উইকেট হারানোর পর স্যামসনের সঙ্গে ১৫০ রানের জুটি গড়েন রাজস্থানের ইংলিশ ওপেনার। ৪৮ রান করে স্যামসন বিদায় নেওয়ার পর বাটলারের ব্যাটেই দুইশর ঘরে পৌঁছায় তারা। শেষ ওভারে রিয়ান পরাগ ও ডেভিড মিলার ১১ রান তোলেন।

২২১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে দুই ওপেনার ব্যাটসম্যান মনিশ পান্ডে এবং জনি বেয়ারস্টো। পাওয়ার প্লেতে এই দুইজন যোগ করেন ৫৭ রান। এর পরেই বোলিংয়ে আসেন মুস্তাফিজুর রহমান। ওভারের প্রথম বলে বিধ্বংসী মনিশ পান্ডে কে ক্লিন বোল্ড আউট করেন মুস্তাফিজ। ২০ বলে ৩১ রান করে আউট হন মনিশ পান্ডে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ