ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

আজ ম্যাচ জয়ের পর মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক সাঞ্জু স্যামসন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ মে ০২ ২০:৩৭:৫৬
আজ ম্যাচ জয়ের পর মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক সাঞ্জু স্যামসন

জবাবে মুস্তাফিজুর রহমানের বিধ্বংসী বোলিং এ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে সানরাইজার্স হায়দ্রাবাদ।

প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত আগ্রাসী ব্যাট চালাতে থাকেন রাজস্থান ওপেনার জস বাটলার। দলীয় ১৭ রানে ওপেনার জিসবি জিসওয়াল সাজঘরে ফিরে গেলেও অব্যাহত ছিল বাটলারের তাণ্ডব। অধিনায়ক সাঞ্জু স্যামসনকে নিয়ে এদিন বাটলার গড়েন ১৪০ রানের জুটি।

৩৩ বলে ৪৮ রান করে স্যামসন প্যাভিলিয়নে ফিরলেও ব্যাটিং ঝড় অব্যাহত থাকে বাটলারের। ইনিংসের ১৯তম ওভারের শেষ বলে যখন বাটলার ফিরে যাচ্ছেন তখন তার নামের পাশে রয়েছে ৬৪ বল মোকাবেলায় ১২৪ রান।

যেখানে ছিল ১১টি চার ও ৮টি ছয়ের মার। বাটলারের আইপিএল ক্যারিয়ারের প্রথম শতকে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২০ রানের পাহাড়সময় পুঁজি।

২২১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে দুই ওপেনার ব্যাটসম্যান মনিশ পান্ডে এবং জনি বেয়ারস্টো। পাওয়ার প্লেতে এই দুইজন যোগ করেন ৫৭ রান।

ইনিংসের সপ্তম ওভারের নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজ। দলের বিপদের মুহূর্তে প্রথম বলেই ব্রেকথ্রু এনে দেন মোস্তাফিজুর রহমান।

ওভারের প্রথম বলে বিধ্বংসী মনিশ পান্ডেকে ক্লিন বোল্ড আউট করেন মুস্তাফিজ। ২০ বলে ৩১ রান করে আউট হন মনিশ পান্ডে। এরপরে ছন্দ পতন হয় সানরাইজার্স হায়দরাবাদের।

তবে এর পরেই রাজস্থানের গলার কাঁটা হয়ে ওঠেন আফগানিস্তানের অল রাউন্ডার মহম্মদ নবী। তবে সেই সময়ে মুস্তাফিজকে বোলিংয়ে আনেন অধিনায়ক সঞ্জু স্যামসন। অধিনায়কের আস্থার প্রতিদান দেন তিনি।

ওভারের দ্বিতীয় বলেই নাবিকে প্যাভিলিয়নে ফেরেন মোস্তাফিজুর রহমান। ৫ বলে দুটি ছক্কায় ১৭ রান করেন তিনি।চার ওভার বোলিং করে ২০ রানের বিনিময়ে তিনটি উইকেট লাভ করেন মোস্তাফিজুর রহমান।

ম্যাচ শেষে মুস্তাফিজদের অধিনায়ক স্যামসন জানান

‘’অবশ্যই, জসের (জস বাটলার) ব্যাটিং দেখে আমরা আনন্দ পেয়েছি। আমাদের দলকে এগিয়ে নিতে তার ব্যাটিং প্রয়োজন ছিল। এটা আমাদের দলের জন্য খুবই ইতিবাচক। এটা অসাধারন পারফরম্যান্স ছিল। আমরা আমাদের পরিকল্পনাকে সঠিকভাবে কাজে লাগাতে পেরেছি ও পাওয়ার প্লেতে তা কাজে লেগেছে ভালোভাবে।

তাদের দলের বেশ কয়েকজন হিটার ব্যাটসম্যান আছে। আমি মনে করি যতটা ম্যাচ আমরা জিততে চাই ততটা আসলে সম্ভব হয় না, এটাই আইপিএল। কখনও ১টি বলই খেলা পরিবর্তন করতে পারে। আমি চাই আমার দলকে আরও এগিয়ে নিতে।‘’

নিজ দলের বোলারদের প্রসঙ্গে স্যামসন বলেন,

“আমাদের দলের বোলারদের কাজটা সহজ করে দিয়েছেন ব্যাটসম্যানরা। মুস্তাফিজ অসাধারণ বল করেছে আজকে। এই জয়ের অনুপ্রেরণা আমাদের পরবর্তী ম্যাচে কাজে লাগবে অবশ্যইম আমাদের এখনও বেশ কিছু ম্যাচ বাকি। ভালো করেই আমরা জিততে চাই।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ