ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

একাদশে পরিবর্তন আজকের ম্যাচে বেঙ্গালোরের বিপক্ষে মাঠে নামছে কলকাতা, ফিরছেন সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ মে ০৩ ১০:২৮:৩৫
একাদশে পরিবর্তন আজকের ম্যাচে বেঙ্গালোরের বিপক্ষে মাঠে নামছে কলকাতা, ফিরছেন সাকিব

এবারের আসরে এখন পর্যন্ত ৭ ম্যাচে মাত্র দুইটিতে জয় পেয়েছে কলকাতা। শুরুর দিকে প্রথম তিন ম্যাচে অবশ্য সাকিব আল হাসান দলের সঙ্গী হয়েই ছিলেন। তবে পরবর্তীতে সাকিবকে একাদশের বাইরে রেখে দলে নেয়া হয়ে সুনীল নারাইনকে।

সাকিবের বদলি হিসেবে দলে নেয়া নারাইন অবশ্য হতাশ করেছে সব ম্যাচেই। ৪ ম্যাচে ১০ রান করা নারাইনকে তাই এই ম্যাচে রাখা হবে একাদশের বাইরে।

নাইট একাদশে চার বিদেশির মধ্যে অধিনায়ক ইয়ন মরগানের সাথে আরও থাকছেন আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স ও সাকিব আল হাসান। ব্যাটিং অর্ডারে নিতিশ রানা, শুভম্যান গিল ও রাহুল ত্রিপাঠি এই তিন দেশি ক্রিকেটারের উপরই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে বোলিং বিভাগে প্যাট কামিন্স, আন্দ্রে রাসেল ও সাকিব আল হাসানের সাথে থাকছেন বরুণ চক্রবর্তী ও প্রশিধ কৃষ্ণারা।

অন্যদিকে টুর্নামেন্টে শুরুটা দুর্দান্ত করেছে বিরাট কোহলির দল রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোর। একঝাক তারকা নিয়ে সাজানো বেঙ্গালোরের ব্যাটিং বিভাগে অপধিনায়ক বিরাট কোহলি, দেবদূত পাডিকলদের সাথে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল এবং এবি ডি ভিলিয়ার্স। নিজেদের দিনে যেখোনো একজন ব্যাটসম্যান প্রতিপক্ষকে গুড়িয়ে দিতে সক্ষম বেঙ্গালোরের এই ব্যাটসম্যনরা। তাই বেঙ্গালোরের টপ অর্ডার নিয়ে বাড়তি সতর্ক থাকতে হবে কলকাতাকে।

এবারের আসরে এই দুই দল মুখোমুখি হয়েছিল আরও একবার। যেখানে ৩৮ রানে ম্যাচ জিতে নয়েছিল কোহলির দল। এছাড়া সর্বশেষ ৫ দেখায় ৪টিতেই জয় রয়েছে বেঙ্গালোরের। তাই পরিসংখ্যানের দিক দিয়েও কিছুটা এগিয়ে রয়েছে তারা।

এক নজরে দেখে নেয়া যাক বেঙ্গালোরের বিপক্ষে ম্যাচে কেমন হতে পারে নাইটদের একাদশ

নিতিশ রানা, শুভম্যান গিল, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান, সাকিব আল হাসান, দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, বরুণ চক্রবর্তী, কমলেশ নাগরকোটি, প্রশিধ কৃষ্ণা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ