ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ হারার পর যা বললেন আশরাফুল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ মে ০৩ ১৪:০৯:৫২
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ হারার পর যা বললেন আশরাফুল

প্রায় প্রতি সিরিজে অসহায় আত্মসমর্পণের পর অধিনায়কের বুলি- এখনো শিখছি আমরা। কিন্তু এই নবিশ সময় কাটবে কবে?

জাতীয় সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মনে করেন, টেস্টে ভালো করতে হলে অভিজ্ঞদের মূল্যায়ন করতে হবে। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি ২০৯ রানের ব্যবধানে হারে টাইগাররা।

এই ম্যাচ হারের পর বাংলাদেশ দলের টেস্ট সামর্থ্য আরো একবার প্রশ্নবিদ্ধ। ঢাকা পোস্টকে আশরাফুল জানিয়েছেন ভালো করতে না পারার কারণ।

শ্রীলঙ্কায় ব্যাট হাতে দারুণ সফল আশরাফুল বলেন, ‘আমাদের টেস্টে ভালো না করার পেছনে কারণ হচ্ছে প্রথম শ্রেণীর ক্রিকেটকে আমরা ততটা গুরুত্ব সহকারে নেই না। সত্যি কথা বলতে অন্য দুই ফরম্যাটের তুলনায় টেস্টে আমাদের ফোকাস অনেক কম। টেস্টের জন্য যথাযথ প্রস্তুতির ঘাটতি থেকে যাচ্ছে।’

ধারাবাহিক ব্যর্থতা থেকে পরিত্রাণ পেতে কোন পথে হাঁটতে হবে? আশরাফুলের ভাবনা, ‘এখান থেকে বের হতে হলে আমার যেটা মনে হয় প্রথম শ্রেণীর ক্রিকেটকে গুরুত্ব দেওয়া উচিত।

সেখানে যারা অভিজ্ঞ আছে যারা ভালো করছে, তাদের নিয়ে চিন্তাভাবনা করা উচিত। নতুনদের নিয়ে চিন্তা না করে যারা নিয়মিত পারফর্ম করছেন, ভালো করছেন ওদেরকে নিয়ে চিন্তা করা উচিত।’

২০১৯ সালের নিউজিল্যান্ড সফর থেকে শুরু। এরপর জিম্বাবুয়ের সঙ্গে এক ম্যাচ জিতলেও একে একে আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে টেস্ট হার।

সব মিলিয়ে ৯ টেস্টের ৮টিতে হারের বোঝা মাথায় নিয়ে শ্রীলঙ্কায় গেছে বাংলাদেশ দল। সেখানে উইকেটের সহায়তায় প্রথম টেস্ট ড্র করলেও দ্বিতীয়টিতে আর পেরে ওঠেনি অধিনায়ক মুমিনুল হলের দল। হারের পরিসংখ্যানে যোগ হলো আরো একটি ম্যাচ।

সোমবার ক্যান্ডি টেস্ট শেষে টেস্টের সর্ব কনিষ্ট সেঞ্চুরিয়ান আশরাফুল বলছিলেন, ‘দেশ হোক বা বিদেশ, একটু শক্ত প্রতিপক্ষ হলে আমরা ভালো করতে পারছি না।’

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট হারের কারণ হিসেবে আশরাফুল দায়ী করছেন ব্যাটিং ব্যর্থতাকে, ‘এই টেস্টে আমার কাছে মনে হয়েছে প্রতিপক্ষ দলের কোয়ালিটি বোলিং বেশি ভুগিয়েছে।

সেই সঙ্গে নিজেদের ডিফেন্সটা (রক্ষণাত্মক মনোভাব) খুব একটা মজবুত ছিল না। ডিফেন্স মজবুত না থাকলে, নিজের প্রতি আত্মবিশ্বাস না থাকলে আসলে এরকমটা হয়।’

সিরিজজুড়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন তামিম ইকবাল। তবে ৩ ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি তিনি। শান্ত, মুমিনুল সিরিজের শুরুতেই ব্যাট হাতে শতকের দেখা পেলেও সেই আত্মবিশ্বাস পরে কাজে লাগাতে পারেননি। লিটন, মুশফিক, মিরাজরাও ইনিংস বড় করতে ব্যর্থ। এগুলোই ম্যাচ থেকে ছিটকে দিয়েছে দলকে।

আশরাফুল জানালেন, ‘আমার মনে হয়েছে ব্যাটসম্যানদের এখানে আরো বেশি দায়িত্বশীল হওয়ার দরকার ছিল। দেখুন প্রথম ইনিংসে তামিম যে ৯২ করে আউট হয়েছে, সেটি যদি ১৯০ এর উপরে নিতে পারত, তাহলে কিন্তু আমরা একটা ভালো অবস্থানে থাকতাম। প্রথম ইনিংসেই আমরা পিছিয়ে পড়েছি। সে সময়ও কয়েকজন ব্যাটসম্যান রান পেয়েও ইনিংস বড় করতে পারেনি। এটাই প্রভাব ফেলেছে ম্যাচে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ