ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ম্যাচ হারার পর সবাইকে অবাক করে যা বললেন মুমিনুল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ মে ০৩ ১৭:৩৬:৩৩
ম্যাচ হারার পর সবাইকে অবাক করে যা বললেন মুমিনুল

প্রথম টেস্টে ব্যাটসম্যানদের দাপটে ফলাফল হয়েছিল ড্র। দ্বিতীয় টেস্টে বল হাতে আলো ছড়িয়েছেন তাইজুল ইসলাম। মুমিনুলের চোখে এগুলোই প্রাপ্তি।

তিনি বলেন, ‘অবশ্যই প্রাপ্তির কিছু না কিছু আছে। আমি সিরিজ হেরেছি এর মানে এই না যে সব কিছু হেরে গিয়েছি। হয়ত আমি জানি একটু সমালোচনা হবে, অনেকেই অনেক কথা বলবে। এর ভেতরেও অনেক ইতিবাচক দিক আছে আমার কাছে মনে হয়।’

সমালোচনার মাঝে ইতিবাচক দিক খোঁজা মুমিনুল দলীয় পারফরম্যান্সের দেখা পেয়ে খুশি। তার ভাষায়, ‘প্রথম টেস্টে আমি যেটা সব সময় চাচ্ছিলাম যে দলগতভাবে খেলব। যা আমরা শেষ ২-১টি টেস্ট ম্যাচে খেলতে পারিনি। আমার কাছে মনে হয় প্রথম টেস্টে আমরা দল হিসেবে খেলতে পেরেছি। আমরা তখনই ভালো খেলি যখন আমরা দলগতভাবে খেলতে পারি। দলের সবাই যখন অবদান রাখে তখন আমরা দল হিসেবে ভালো করতে পারি।’

‘আপনি যদি দেখেন তামিম ভাইর দুইটা নম্বই আছে, একটা ৭০ আছে। শান্তর একটা ১৬৩ আছে, মুশফিক ভাই ও লিটনের হাফ সেঞ্চুরি আছে। তাইজুলের ৫ উইকেট আছে। আমার কাছে মনে হয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

শ্রীলঙ্কা সফর দিয়ে টেস্টে প্রত্যাবর্তন করে মুগ্ধকর পারফরম্যান্স করেছেন পেসার তাসকিন আহমেদ। মুমিনুলের চোখে তাসকিনের বোলিংও বড় স্বস্তিকর দিক এই সিরিজে।

তিনি বলেন, ‘আপনারাও হয়তো অপেক্ষায় ছিলেন এটার কোন পেসার কি কিছু করতে পারছে কিনা, সেই হিসেবে তাসকিনকে দেখেছেন। আগের চেয়ে অনেক ভালো এখন। অনেক উন্নতি করেছে। আমার কাছে মনে হয় অনেক ইতিবাচক দিক আছে এই টেস্ট সিরিজে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এক নজরে ৬৩ কোম্পনির ইপিএস: কার লাভ, কার লোকসান

এক নজরে ৬৩ কোম্পনির ইপিএস: কার লাভ, কার লোকসান

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬৩টি কোম্পানি সম্প্রতি তাদের প্রথম এবং তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনগুলোতে কোম্পানিগুলোর... বিস্তারিত