ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সিরিজ সেরা ব্যাটসম্যানের তালিকায় তামিম ও করুনারত্নের অবস্থান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ মে ০৩ ২২:০৬:১৮
সিরিজ সেরা ব্যাটসম্যানের তালিকায় তামিম ও করুনারত্নের অবস্থান

ফলে সিরিজের প্রথম ম্যাচের ড্রয়ে মাত্র ২০ পয়েন্ট নিয়েই শেষ হলো বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ। আর শ্রীলঙ্কা সিরিজটি জিতল ১-০ ব্যবধানে। ম্যাচের প্রথম ইনিংসে ৪৯৩ রান করেছিল শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশ অলআউট হয় ২৫১ রানে।

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক শ্রীলংকার অধিনায়ক দিমুথ করুনারত্নে। ২ ম্যাচের ৩ ইনিংস ব্যাট করে ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরিতে ৪২৮ রান করেছেন করুনারত্নে। ব্যাটিং গড়- ১৪২ দশমিক ৬৬। ৩ ইনিংসে করুনারত্নের রান ছিলো যথাক্রমে- ২৪৪, ১১৮ ও ৬৬।

সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রান বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের। ২ ম্যাচের ৪ ইনিংসে ৩টি হাফ-সেঞ্চুরিতে ২৮০ রান করেছেন তিনি। সিরিজে দু’বার নাভার্স নাইন্টিতে আউট হন তামিম। তামিমের চার ইনিংস – ৯০, অপরাজিত ৭৪, ৯২ ও ২৪। ব্যাটিং গড়- ৯৩ দশমিক ৩৩। তৃতীয় সর্বোচ্চ রান বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হকের। ২ ম্যাচের ৪ ইনিংসে ৭৭ ব্যাটিং গড়ে ২৩১ রান করেছেন তিনি।

চতুর্থ ও পঞ্চমস্থানে যথাক্রমে রয়েছেন শ্রীলংকার ধনাঞ্জয়া ডি সিলভা ও লাহিরু থিরিমান্নে। ডি সিলভা ২০৯ ও থিরিমান্নে ২০০ রান করেন। পরের দু’টি স্থানে রয়েছে বাংলাদেশের দুই ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। ১টি সেঞ্চুরিতে শান্ত ১৮৯ রান করেন তিনি। প্রথম টেস্টে সেঞ্চুরি পাওয়া ইনিংসে ১৬৩ রান করেছিলেন শান্ত।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ