ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সাঙ্গাকারার এক কথাতেই পাল্টে গেলো বাটলার করলেন সেঞ্চুরি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ মে ০৩ ২২:২১:১৫
সাঙ্গাকারার এক কথাতেই পাল্টে গেলো বাটলার করলেন সেঞ্চুরি

ঝড়ো ইনিংসের পথে মেরেছেন ১১টি চার এবং ৮টি বিশাল ছক্কা। আইপিএলে ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে এর আগে শতক ছিল জনি বেয়ারস্টো, কেভিন পিটারসেন, বেন স্টোকসের। এবার চতুর্থ ইংলিশ ব্যাটসম্যান হিসেবে শতকের দেখা বাটলারের ব্যাটে। ম্যাচর পর তিনি জানান, তাঁর এই অসামান্য পারফরম্যান্সের পিছনে রাজস্থানের ডিরেক্টর এফ ক্রিকেট কুমা'র সা'ঙ্গাকারা'র বড় একটি অবদান রয়েছে।

কী অবদান রয়েছে সা'ঙ্গাকারা'র? এই প্রশ্ন উত্তর দিতে গিয়ে বাটলার বলেন, কুমা'র সা'ঙ্গাকারা' আমাকে খুব সুন্দর একটি মেসেজ দিয়েছিল। তিনি আমাকে বলেছিলেন, আমি যেন নিজের শেপ বা স্টাইলটা ধরে রাখি। নিজের খেলাটার প্রতি বিশ্বা'স রাখি। আমি সেই চেষ্টাটাই করে গিয়েছি। আর তাতেই আ'ত্মবিশ্বা'স ফিরে পেয়েছেন।

নিজের সহ’জাত ব্যাটিং করেই দেখা পেয়েছেন শতকের। আগের ম্যাচগু'লোতে ব্যাট হাতে জাত চেনাতে পারছিলেন না জস। আগের ৯ ইনিংসে চল্লিশোর্ধ্ব ইনিংস ছিল মাত্র ২টি। ছিল না কোনও অর্ধশতক। এক অংকের ঘরেই আউট হয়েছেন ৪ বার। টুর্নামেন্টের প্রথম ম্যাচে তো ডাক মেরেছিলেন। একটা সময় বাটলারের মনে হয়েছিল ব্যাট ধ’রাটাই তিনি ভুলে গেছেন।

বাটলার বলেন, কিছুদিনের জন্য আমা'র মনে 'হতে শুরু হয়েছিল, কী ভাবে ব্যাট ধরতে হয় সেটাই বোধহয় আমি জানি না। আমি ক্রিজে থেকে রান করতে পেরেছি, আমা'র সত্যি ভাল লাগছে। কিছু শট আমি ব্যাটের মাঝখান দিয়ে খেলেছি, এটা ভাল বি'ষয়। এই জয়টা আমা'দের দলের জন্যও খুব দরকার ছিল। দলকে সাহায্য করতে পেরে আমি খুশি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ