ব্রেকিং নিউজ: আইপিএলে নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলো বিসিসিআই

এরপরই শোনা যায়, চেন্নাই সুপার কিংসের শিবিরেও ঢুকে পড়েছে মারণ ভাইরাসটি। ক্রিকেটাররা সুরক্ষিত থাকলেও ফ্র্যাঞ্চাইজির সিইও, বোলিং কোচ ও এক বাসকর্মী করোনা আক্রান্ত।
এদিকে আবার দিল্লি স্টেডিয়ামের পাঁচ গ্রাউন্ড স্টাফও সংক্রমিত। সবমিলিয়ে বেশ চাপে বিসিসিআই। আর তাই এবার আইপিএল নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে পারে ভারতীয় বোর্ড(BCCI)। যা খবর, সংক্রমণ ঠেকাতে বাকি টুর্নামেন্ট একটি শহরেই আয়োজিত হতে পারে।
দেশজুড়ে ক্রমবর্ধমান করোনার সংক্রমণ (Corona Virus)। প্রতিদিনই উদ্বেগ বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেস ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতেও কীভাবে কোটি কোটি টাকা খরচ করে আইপিএল চলছে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন অনেকেই।
দিল্লি থেকে ম্যাচ সরানোর দাবি জানিয়ে ইতিমধ্যেই নাকি হাই কোর্টে আবেদনও করা হয়েছে। কিন্তু বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, নির্ধারিত সূচি মেনেই হবে টুর্নামেন্ট।
যদিও গত দু’দিনে নতুন করে করোনা হানা দেওয়ায় চিন্তার ভাঁজ গভীর হয়েছে ভারতীয় বোর্ডের। আর সেই কারণেই এবার ক্রিকেটারদের এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে নিয়ে না গিয়ে একটা জায়গাতে রেখেই খেলানোর পরিকল্পনা করছে বিসিসিআই বলে খবর।
শোনা যাচ্ছে, সেক্ষেত্রে মুম্বইতেই হতে পারে বাকি ম্যাচগুলি। তবে তেমনটা হলে সূচিতে সামান্য বদল ঘটানো হবে। ওয়াংখেড়েতেই সব ম্যাচ আয়োজিত হলে ৩০ মে’র পরিবর্তে ফাইনাল হতে পারে জুনের শুরুর দিকে।
তবে অতিরিক্ত ডাবলহেডার করিয়ে অর্থাৎ একদিনে দু’টি করে ম্যাচ আয়োজন করে দ্রুত বাকি টুর্নামেন্ট গুটিয়ে ফেলতে চাইছে বোর্ড। ইতিমধ্যেই এ ব্যাপারে নাকি মহারাষ্ট্র সরকারের অনুমতিও চাওয়া হয়েছে। তাদের তরফে সবুজ সংকেত এলেই মুম্বইয়েই টুর্নামেন্ট স্থানান্তরিত হবে।
উল্লেখ্য, গত বছর কোভিডের কারণে দেশ থেকে সোজা আমিরশাহী (UAE) নিয়ে যাওয়া হয়েছিল আইপিএল। তবে করোনার প্রকোপ সামান্য কমতে এবছর ভারতে ফেরে টুর্নামেন্ট। যদিও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ছ’টি ভেন্যুকে বেছে নেওয়া হয়েছিল। কোনও দলই হোম অ্যাডভান্টেজ পাচ্ছে না।
দর্শকশূন্য মাঠেই খেলা হচ্ছে মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা, আহমেদাবাদে। কিন্তু এবার গোটা টুর্নামেন্ট চলে যেতে পারে মুম্বইয়ে। অর্থাৎ টুর্নামেন্ট বাতিলের যে এখনও কোনও চিন্তাভাবনা নেই বোর্ডের, তা কার্যত স্পষ্ট।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশের বাজারে১৮ ক্যারেট, ২১ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দাম
- দেশের বাজারে ইতিহাস গড়ে কমলো সোনার দাম, জেনেনিন বাজার মূল্য
- বাংলাদেশে১৮, ২১ ও২২ ক্যারেট সোনার আজকের বাজার মূল্য
- ৬৯০ টাকায় সাড়ে ১২ কেজির এলপি গ্যাস, কেন পাচ্ছে না সাধারণ মানুষ?
- অভিনেতা সিদ্দিককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল কর্মীরা
- আজ বাংলাদেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার মূল্য তালিকা
- জ্বালানি তেলে সুখবর: মে মাসে কমলো ডিজেল ও পেট্রোলের দাম
- ৬ ইন্স্যুরেন্স কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা, কারা কত শতাংশ দিচ্ছে
- বাংলাদেশে আজকের সোনার দাম ও রুপার বাজার মূল্য
- ৪১ কোম্পানির ইপিএস প্রকাশ: লাভবান ও ক্ষতিগ্রস্ত কোম্পানির তালিকা
- ১৬ কোম্পানির ইপিএস প্রকাশ: কার আয় বাড়ল, কে পড়ল লোকসানে
- বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন হাসানত আব্দুল্লাহ
- আজকের সৌদি রিয়াল রেট (২৮ এপ্রিল ২০২৫)
- আরব আমিরাতে ২০২৫ ঈদুল আজহার ছুটি ঘোষণা
- ১১ কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশ: কার লাভ, কার ক্ষতি?