ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

মুস্তাফিজদের সাথে খেলতে চাইনা ধোনির চেন্নাই

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ মে ০৪ ১১:২৭:৫৪
মুস্তাফিজদের সাথে খেলতে চাইনা ধোনির চেন্নাই

করোনার ঢেউ প্রবল ভাবে আইপিএলের উপর আছড়ে পড়েছে। যার জেরে সব এলোমেলো হয়ে পড়েছে। সোমবারই কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ বাতিল করতে বাধ্য হয়েছিল আইপিএল কর্তৃপক্ষ। এ বার চেন্নাই সুপার কিংসের তরফেও জানিয়ে দেওয়া হয়েছে, তারা বুধবারের রাজস্থান রয়্যালস ম্যাচটি খেলতে পারবে না।

এই ম্যাচ না খেলার পিছনে বড় যুক্তি রয়েছে। চেন্নাইয়ের দুই সদস্য করোনায় আক্রান্ত। তার মধ্যে রয়েছেন বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি। তাঁদের সংস্পর্শে এসেছে পুরো দলই। যে কারণে সকলকেই ছ' দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

তার উপর প্রত্যেকের করোনা টেস্ট করানো, রেজাল্ট পাওয়া, এই সব বিষয়গুলি তো রয়েছেই। এই ক'দিন চেন্নাই কোনও ভাবেই আইপিএলের ম্যাচ খেলতে পারবে না। বিসিসিআই-কে এ কথা জানানোর পাশাপাশি এই ম্যাচের জন্য নতুন সূচি তৈরি করার অনুরোধও করেছে সিএসকে।

চেন্নাইয়ের এক কর্তা বলছিলেন, ‘কোচের কোনও করোনার লক্ষণ নেই। যাই হোক বিসিসিআইয়ের করোনা-বিধি অনুযায়ী, করোনা আক্রান্তের সংস্পর্শে যারা আসবে, প্রত্যেককেই ছ'দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। আমরা আমাদের পরের ম্যাচ (রাজস্থান রয়্য়ালস) খেলতে পারব না।

করোনা টেস্টের নিয়মাবলী বিসিসিআই ভাল করেই জানে। দেখতে হবে, কতজনের নেগেটিভ আসে। আমরা বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করেছি। ওরা রাজস্থান রয়্যালসের ম্যাচটির জন্য নতুন করে সূচি তৈরি করছে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ