ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ব্রেকিং নিউজ: কোহলিকে বাদ দিয়ে রোহিত দলে রেখে টেস্ট চ্যাম্পিয়নশিপের দল ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ মে ০৪ ১৪:১৪:০০
ব্রেকিং নিউজ: কোহলিকে বাদ দিয়ে রোহিত দলে রেখে টেস্ট চ্যাম্পিয়নশিপের দল ঘোষণা

উইজডেনের সেরা টেস্ট চ্যাম্পিয়নশিপ একাদশে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে নিউজিল্যান্ডকে ফাইনালে তোলা কেন উইলিয়ামসন, উইকেটরক্ষক হিসেবে আছেন ভারতের রিশাভ পান্ত। ৩ বিশেষজ্ঞ পেসারের বিপরীতে একমাত্র স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, অলরাউন্ডার হিসেবে আছেন বেন স্টোকস।

একাদশে সর্বোচ্চ ৩ জন করে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়া ও ভারতীয় ক্রিকেট দল থেকে, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড দল থেকে আছেন ২ জন করে; এই চার দেশের বাহিরে একমাত্র জায়গা পেয়েছেন শ্রীলঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে।

ওপেনার হিসেবে আছেন রোহিত শর্মা ও দিমুথ করুনারত্নে। রোহিত টেস্ট চ্যাম্পিয়নশিপে ১১ ম্যাচে ৬৪.৩৭ গড়ে ২ ফিফটি ও ৪ সেঞ্চুরিতে করেছেন ১০৩০ রান, অন্যদিকে দিমুথ করুনারত্নে ১০ ম্যাচে ৫৫.৫ গড়ে করেছেন ৯৯৯ রান; ৪ ফিফটির বিপরীতে সেঞ্চুরিও ৪ টি।

৩ নাম্বারে বেশকজন প্রতিদ্বন্দ্বী থাকলেও ১৩ ম্যাচে ৭২.৮ গড়ে ৯ ফিফটি ও ৫ সেঞ্চুরিতে ১৬৭৫ রান করা অস্ট্রেলিয়ান মারনাস ল্যাবুশেনকে এড়িয়ে যেতে পারেনি উইজডেন। তবে ২০ ম্যাচে সমান সংখ্যক রান করা জো রুট কিংবা ১০ ম্যাচে ৯৩২ রান করা বাবর আজমের জায়গা না পাওয়াটা দুর্ভাগ্য হিসেবে উল্লেখ করেছে ক্রিকেট বিষয়ক সাময়িকীটি।

চার ও পাঁচ নাম্বারে জায়গা পেয়েছেন ১৩ ম্যাচে ৬৩.৮ গড়ে ৭ ফিফটি ও ৪ সেঞ্চুরিতে ১৩৪১ রান করা স্টিভেন স্মিথ ও ৯ ম্যাচ খেলা কেন উইলিয়ামসন, তার ব্যাট থেকে এসেছে ৫৮.৩৫ গড়ে ১ ফিফটি ও ৩ সেঞ্চুরিতে ৮১৭ রান। যার একটি আবার ডাবল সেঞ্চুরি, দলটির নেতৃত্বও দিবেন কিউই এই ব্যাটার। একাদশের একমাত্র অলরাউন্ডার বেন স্টোকস, ১৭ ম্যাচে ১৩৩৪ রানের পাশাপাশি নিয়েছেন ৩৪ উইকেট।

উইকেটরক্ষক হিসেবে আছেন রিশাভ পান্ত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করা এই ভারতীয় ১১ ম্যাচে ৪১.৩৭ গড়ে ৬৬২ রান করেছেন তিনি। উইকেটের পেছনে নিয়েছেন ৩৫ ক্যাচ, স্ট্যাম্পিং করেছেন ৫ বার।

পেস বোলিংয়েও ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা, তবে সার্বিক দিক বিবেচনায় জায়গা পেয়েছেন ৬ ম্যাচ খেলেই ৩৬ উইকেট পাওয়া নিউজিল্যান্ডের কাইল জেমিসন, ১৪ ম্যাচে ৭০ উইকেট নেওয়া অজি পেসার প্যাট কামিন্স ও ১৭ ম্যাচে ৬৯ উইকেট পাওয়া ইংলিশ পেস বোলিং অলরাউন্ডার স্টুয়ার্ট ব্রড।

১০ ম্যাচে ৫১ উইকেট পাওয়া টিম সাউদি কিংবা ১১ ম্যাচে ৪৮ উইকেট নেওয়া জশ হ্যাজেলউডের জায়গা না পাওয়াটা দুঃখজনক উল্লেখ করেছে উইজডেন। জায়গা পাননি ১০ ম্যাচে ৪৬৯ রান ও ২৮ উইকেট পাওয়া রাবিন্দ্র জাদেজা ও ১২ ম্যাচে ৭৪১ রান ও নামের পাশে ৩২ ডিশমিসাল থাকা মোহাম্মদ রিজওয়ান।

একাদশের একমাত্র স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ১৩ ম্যাচ খেলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে নেওয়া ২০.৮৮ গড়ে ৬৭ উইকেট, ৫ উইকেট পেয়েছেন ৪ বার; সেরা বোলিং ১৪৫ রান দিয়ে ৭ উইকেট।

উইজডেনের সেরা টেস্ট চ্যাম্পিয়নশিপ একাদশঃরোহিত শর্মা, দিমুথ করুনারত্নে, মারনাস ল্যাবুশেন, স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসন (অধিনায়ক), বেন স্টোকস, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, স্টুয়ার্ট ব্রড, কাইল জেমিসন ও প্যাট কামিন্স।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ