ঢাকা, শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

আইপিএল বন্ধ হওয়ায় সবচেয়ে খুশি হায়দ্রাবাদ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ মে ০৪ ২১:৫০:৪৮
আইপিএল বন্ধ হওয়ায় সবচেয়ে খুশি হায়দ্রাবাদ

তবে করোনা কালিন আইপিএল বাতিল হওয়ায় পক্ষের চেয়ে বিপক্ষেই বেশি মানুষ। আপাতত ভারতীয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের তথ্যসূত্র এটিই বলছে। করোনার এই কঠিন সময়ে লক ডাউনে সময় কাটানোর যা একটি অবলম্বন ছিল সেটিও এখন শেষ। এখন সময় কাটবে কীভাবে, সেটি নিয়েই দুশ্চিন্তায় ক্রিকেটপ্রেমীরা।

ক্রিকেটপ্রেমী হন বা নিছক মিম-প্রেমী, বিসিসিআই আইপিএল স্থগিত করার কথা ঘোষণা করার পর সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়ার বন্যা বইছে ইতোমধ্যেই। বরং বলা ভালো মজাদার সব মিম-এর ঝড় বইছে টুইটারে। এমনই কিছু পোস্টের দিকে নজর দেওয়া যাক।

শিরোপার জন্য বাধা কোমরে নেমেছিল কোহলির আরসিবি। পয়েন্ট টেবিলেও ভালো অবস্থান ছিল তাদের। কিন্তু আইপিএল বাতিল হওয়ায় কপাল পুড়েছে তাদের। তাই কোহলির এই ছবিট নিয়ে সবচেয়ে বেশি ট্রোল হচ্ছে সোশ্যাল সাইটে।

কোহলির আরসিবির কপাল পড়লেও সবচেয়ে খুশি নাকি সানরাইজার্স হায়দ্রাবাদের ফ্যানরা।কারণ তাদের অবস্থান ছিল একেবারে তলানিতে। তাই সবচেয়ে বেশি ট্রোল হচ্ছে তাদের নিয়েই।

কেউ কেউ দাবি করছেন যে, আইপিএল বন্ধ হয়ে যাওয়ায় হটস্টারের সাবস্ক্রিপশনের অর্থ ফেরত চাইতে পারেন অনেকেই।

অনেকে আবার ফ্যান্টাসি গেমে বুঁদ হয়ে থাকা মানুষদের খোঁচা দিয়েছেন। আইপিএল বন্ধ হয়ে যাওয়ায় ফ্যান্টাসি গেমে সময় কাটানোর সুযোগও হাতছাড়া হল তাঁদের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ