ঢাকা, শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

পেস বোলিং অলরাউন্ডারের খোঁজে ডমিঙ্গো

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ মে ০৫ ১৭:৩৭:১২
পেস বোলিং অলরাউন্ডারের খোঁজে ডমিঙ্গো

সবমিলিয়ে বাংলাদেশ দলে একজন নতুন অলরাউন্ডার দরকার বলে মনে করছেন ডমিঙ্গো। দলে ভারসাম্য তৈরি করতে ভালোমানের একজন অলরাউন্ডার খুঁজে বের করতে হবে, এমন তাগাদা দিলেন হেড কোচ।

ডমিঙ্গো অবশ্য আলাদা করে বললেন পেস বোলিং অলরাউন্ডারের কথা। যে ক্রিকেটার গতিতারকাও হবেন, আবার সেরা ছয়ের মধ্যে ব্যাটও করতে জানবেন, এমন একজনের খোঁজ করছেন ডমিঙ্গো।

টাইগার হেড কোচ বলেন, ‘আমার মনে হয়, আমাদের অবশ্যই একজন অলরাউন্ডার খুঁজে বের করতে হবে, যে কিনা দলে ভারসাম্য তৈরি করবে। অবশ্যই সাকিব সেটা করে। কিন্তু আমাদের এমন একজন বের করতে হবে, যে কিনা সেরা ছয়ে ব্যাট করতে পারবে এবং পেস বোলিংও জানবে। বিশেষ করে দেশের বাইরে খেলতে গেলে এটা খুব দরকার। আমাদের যেটা এখন নেই।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ