ঢাকা, শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

শ্রীলঙ্কা সিরিজ মাঠে গড়ানোর আগেই বিশাল দু:সংবাদ পেল টাইগাররা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ মে ০৫ ২২:১২:০৬
শ্রীলঙ্কা সিরিজ মাঠে গড়ানোর আগেই বিশাল দু:সংবাদ পেল টাইগাররা

করোনাকালীন এই সময় লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশ তাঁর না ফেরার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গিবসন নিজ দেশে ফিরে গেলেও দক্ষিণ আফ্রিকায় ফিরে যাওয়ার কথা থাকলেও যাননি কোচ রাসেল ডমিঙ্গো। দক্ষিণ আফ্রিকার করোনা পরিস্থিতি ও বাংলাদেশ সরকারের দেওয়া ১৪ দিনের কোয়ারেন্টাইন নীতির কারণে দেশে ফেরা হয়নি কোচের। এজন্য দলের সঙ্গে শ্রীলঙ্কা থেকে ফিরেছেন তিনিও।

শ্রীলঙ্কা সিরিজ সামনে রেখে গত দুই তারিখ থেকে অনুশীলন শুরু করেছে মাহমুদউল্লাহরা। টেস্ট খেলে আসা ক্রিকেটাররা ৭ মে থেকে এই সিরিজের জন্য অনুীশলনে যোগ দেবেন। চলবে ৯ মে পর্যন্ত। ঈদের ছুটি শেষ হবে ১৭ মে পর্যন্ত। ফের অনুশীলনে নামবে তারা। আগামী ২৩,২৫ ও ২৭ মে তিনটি ম্যাচ মিরপুর শের-ই-বাংলায় হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ