ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

মুস্তাফিজকে নিয়ে যা যা করা লাগবে সব করতে রাজি সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ মে ০৫ ২২:৪৭:২৩
মুস্তাফিজকে নিয়ে যা যা করা লাগবে সব করতে রাজি সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরে খেলতে ভারতে গিয়েছিলেন সাকিব ও মুস্তাফিজ। করোনার হানায় আসর বন্ধ ঘোষণার সময় কলকাতা নাইট রাইডার্সের সাথে সাকিব ছিলেন আহমেদাবাদে। এ সময় দিল্লীতে নিজ দল রাজস্থান রয়্যালসের সাথে ছিলেন মুস্তাফিজ।

দুই ক্রিকেটারের অবস্থান ভারতের ভিন্ন দুই শহরে হলেও এবার গন্তব্য একই- বাংলাদেশের রাজধানী ঢাকা। তাই দুইজনের একত্রিত হওয়াও জরুরী। মহামারীর এই কঠোর প্রোটকলের মধ্যে তাদের একত্রিত হওয়া সহজ নয়। ভয়াবহ করোনা পরিস্থিতির মাঝে দুইজনের সার্বিক দিক সাকিব একাই দেখভাল করছেন। অর্থাৎ, ভারতে সাকিবই এখন মুস্তাফিজের অভিভাবক।

ভাষাগত দিক বা অভিজ্ঞতার বিচারে এই পরিস্থিতিতে সাকিব অবশ্য মুস্তাফিজের অভিভাবকের আসনেই সবচেয়ে মানানসই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বিডিক্রিকটাইমকে জানিয়েছেন, সাকিবই তাদের একসাথে দেশে ফেরার বিষয় সমন্বয় করছেন।

আকরাম বলেন, ‘তারা দুইজন আলাদা ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিদেরও এই কার্যক্রমে সমন্বয়ের ব্যাপার আছে, তাই এই পুরো বিষয়টির দায়িত্ব সাকিব নিজে নিয়েছে বলে সে আমাদের জানিয়েছে। আশা করা যাচ্ছে দুই-একদিনের মধ্যেই তারা ঢাকায় ফিরবে এবং সরকারের বেঁধে দেয়া ১৪ দিনের কোয়ারেন্টিন নীতিমালা মেনে দ্রুতই শ্রীলংকা সিরিজের ওয়ানডে দলে যোগ দিবে।’

প্রসঙ্গত, ভারতের উদ্বেগজনক করোনা পরিস্থিতির কারণে বর্তমানে বাংলাদেশের সাথে দেশটির বিমান যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। স্থলপথে যাতায়াতের সুযোগ থাকলেও সেক্ষেত্রে মেনে চলতে হয় ১৪ দিনের কোয়ারেন্টিন। সাকিব ও মুস্তাফিজকেও দেশে ফিরে পালন করতে হবে কোয়ারেন্টিন, এরপর যোগ দিতে হবে শ্রীলঙ্কা সিরিজের অনুশীলনে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ