ঢাকা, শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

সাকিব ৩ ম্যাচ ও মুস্তাফিজ ৭ ম্যাচ খেলে, দেখেনিন কত টাকা পাচ্ছে তারা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ মে ০৬ ১০:৩৩:২০
সাকিব ৩ ম্যাচ ও মুস্তাফিজ ৭ ম্যাচ খেলে, দেখেনিন কত টাকা পাচ্ছে তারা

আইপিএলের এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব আল হাসান। বর্তমানে আহমেদাবাদের রয়েছেন সাকিব আল হাসান। অন্যদিকে দিল্লিতে রয়েছেন রাজস্থান রয়েলসের খেলার মোস্তাফিজুর রহমান। তবে আগামী ২৩ মে থেকে শুরু হচ্ছে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

দুই-একদিনের মধ্যেই বিসিসিআই ভাড়া করা বিমানে ফিরবেন এই দুই ক্রিকেটার। সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের দেশে ফেরা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গতকাল জানিয়েছেন,“ভারতের সঙ্গে তো এখন সব ধরনের যোগাযোগই বন্ধ বাংলাদেশের!

বিসিবির প্রধান নির্বাহী জানিয়েছেন, আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় বিসিসিআইর ব্যবস্থাপনাতেই বিদেশি ক্রিকেটারদের দেশে ফেরত পাঠানোর কথা। সে ক্ষেত্রে সাকিব, মোস্তাফিজ দেশে ফিরতে পারেন বিসিসিআইর ভাড়া করা বিমানে। ‘এ ক্ষেত্রে কোনো সহযোগিতা লাগলে সেটা আমরা করব”।

ভিত্তিমূল্য ১ কোটি রুপি দিয়ে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল রাজস্থান রয়্যালস। কাটার মাস্টারকে দলে নেয়ার জন্য অন্য কোনো দল আগ্রহ না দেখালেও স্বল্পমূল্যে তাকে দলে নিয়ে যারপরনাই খুশি ছিল রাজস্থান।

ভারতীয় রুপি ১ কোটির হিসেবে বাংলাদেশী টাকায় এর পরিমান দাঁড়ায় প্রায় ১ কোটি ১৫ লক্ষ টাকা। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ না খেললেও যেহেতু কর্তৃপক্ষ নিজেই টুর্নামেন্ট বন্ধ করে দিয়েছে তাই সম্পূর্ন টাকাই পাচ্ছেন ক্রিকেটাররা।

অন্যদিকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আইপিএলের গত আসরে খেলতে পারেননি নিষেধাজ্ঞায় থাকার কারনে। নতুন আসরে সাকিবকে দলে নিয়েছে তার পুরনো দল কলকাতা নাইট রাইডার্স। নিলাম থেকে পাঞ্জাব কিংসের সাথে কাড়াকাড়ি করে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে নেয় কলকাতা। ভারতীয় রুপিতে ৩ কোটি ২০ লাখ এর হিসেবে বাংলাদেশী টাকায় এর পরিমান দাঁড়ায় প্রায় ৩ কোটি ৭০ লাখ টাকা। সবগুলো ম্যাচ না খেললেও এই টাকা পাচ্ছেন সাকিব।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ