ঢাকা, শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

চরম দু:সংবাদ: করোনায় মারা গেলেন এইবারের আইপিএল খেলা ক্রিকেটার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ মে ০৬ ১১:৫২:৪৬
চরম দু:সংবাদ: করোনায় মারা গেলেন এইবারের আইপিএল খেলা ক্রিকেটার

বিবেক যাদব রাজস্থানের রঞ্জি ট্রফির অত্যান্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। দীর্ঘদিন তিনি লিভার ক্যান্সারে ভুগছিলেন। কিন্তু দুর্বল শরির আর করোনার ধকল বইতে পারলো না। চলে গেলেন না ফেরার দেশে। বুধবার ভারতের জয়পুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন মাত্র ৩৬ বছর বয়সী এই খেলোয়াড়।

রাজস্থান দলের প্রাক্তন ক্রিকেটার রোহিত ঝালানি হিন্দুস্থান টাইমসকে বলেছেন, “বছর দুয়েক আগে তার লিভার ক্যান্সার ধরা পড়ে। কিন্তু ও সেরে উঠছিল। কিছু দিন আগে ও কেমোথেরাপির জন্য হাসপাতালে গিয়েছিল, তখনই ওর কোভিড ধরা পড়ে। এর পরই ওর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে।”

বিবেকের ফার্স্টক্লাস অভিষেক ২০০৮ সালে। ২০১০-১১ মৌসুমে রঞ্জি ট্রফির ফাইয়ানলে বারোদার বিপক্ষে নেন ৪ উইকেট। এরপরেই দল পেয়ে যান আইপিএলে। ২০১২ সালে এই প্রয়াত লেগ ব্রেক বোলারকে ১০ লাখ রুপিতে দলে ভেড়ায় ততকালীন দিল্লি ডেয়ারডেভিলস। যদিও দিল্লির হয়ে কোনও ম্যাচে নামার সুযোগ হয়নি তার। ১৮টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন তিনি। ভারত ‘এ দলের হয়ে ৮টি ম্যাচ খেলেছেন। এ ছাড়াও চারটি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন বিবেক।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ