ঢাকা, শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

বিদেশি ক্রিকেটাররা দেশে ফিরলে হোটেল ছাড়বেন ধোনি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ মে ০৬ ১৫:২৯:০৪
বিদেশি ক্রিকেটাররা দেশে ফিরলে হোটেল ছাড়বেন ধোনি

একের পর এক ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ার পর শেষ পর্যন্ত আইপিএল স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। যার ফলে প্রায় ২৫ হাজার কোটি টাকা লোকসান পোহাতে হচ্ছে দেশটির ক্রিকেট বোর্ডকে। এদিকে টুর্নামেন্ট স্থগিত হওয়ায় একে একে বাড়ি ফিরতে শুরু করেছেন ক্রিকেটাররাও।

চেন্নাই সুপার কিংস অবশ্য এদিক দিয়ে বেঁছে নিয়েছে ভিন্ন পথ। সবার আগে বিদেশি ক্রিকেটারদের বাড়ি ফেরা নিশ্চিত করতে চাইছে ফ্র্যাঞ্চাইজিটি। দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও এই সিদ্ধান্তের পক্ষে। এমনকি তিনি নিজেই নাকি সবাই বাড়ি ফেরার পর হোটেল ছাড়বেন!

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, খেলোয়াড়দের সঙ্গে একটি ভার্চুয়াল মিটিংয়ে এই সিদ্ধান্ত জানিয়েছেন ধোনি সবার স্বাস্থ্য নিরাপত্তার বিষয়েও বাড়তি খেয়াল রাখার তাগিদ দিয়েছেন তিনি। চেন্নাইয়ের এক সদস্য বিষয়টি ইন্ডিয়ান এক্সপ্রেসকে নিশ্চিত করেছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন, ‘মাহি ভাই বলেছেন, তিনি সবার পরে হোটেল ছাড়বেন। তিনি চাইছেন, সবার আগে বিদেশিরা বাড়ি ফিরে যাক, এরপর ভারতীয়রা। সবাই নিরাপদে বাড়ি ফেরার পর শুক্রবার শেষ ফ্লাইট ধরতে পারেন মাহি ভাই।’

করোনার ধাক্কা লেগেছে চেন্নাই শিবিরেও। দলের ব্যাটিং কোচ মাইক হাসি, বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি এবং টিম স্টাফদের একজন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। টুর্নামেন্টে বিদেশিদের মধ্যে হাসি একাই করোনায় আক্রান্ত হয়েছে। আপাতত দশদিনের আইসোলেশনে রাখা হয়েছে তাকে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ