ঢাকা, শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

বাড়ি ফিরতে রাজি না ধোনি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ মে ০৬ ১৯:৪৯:২৭
বাড়ি ফিরতে রাজি না ধোনি

ঠিক তেমনই কঠিন সময়ে সতীর্থদের চেন্নাই শিবিরে ফেলে রেখে নিজে বাড়ির পথে পা বাড়াতে নারাজ মাহি। এক্ষেত্রে তফাৎ হল, ধোনির চেন্নাই সুপার কিংসকে এবার ডুবন্ত জাহাজ মনে হয়নি মোটেও। বরং আইপিএলের পারফর্ম্যান্সের নিরিখে সিএসকেই ছিল সবার আগে।

আইপিএল বন্ধ হয়ে যাওয়ার পর বিদেশি ক্রিকেটারা দেশে ফেরা নিয়ে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় রয়েছেন। এই অবস্থায় সতীর্থদের ছেড়ে নিজে বাড়ি যাওয়ার কথা ভাবতে পারেননি ধোনি। তাই তিনি সিএসকে ম্যানেজমেন্টকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, সব ক্রিকেটার বাড়ির পথে রওনা হওয়ার পর একেবারে শেষে তিনি শিবির ছাড়বেন।

আপাতত দিল্লিতে রয়েছে চেন্নাই সুপার কিংস। ধোনি জানিয়েছেন, বিদেশি ক্রিকেটাররা আগে দেশের পথে রওনা দেবেন। তার পর ভারতীয় ক্রিকেটাররা বাড়ি ফিরবেন। একেবারে শেষে তিনি রাঁচির বিমান ধরবেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ