ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য শ্রীলঙ্কার নতুন অধিনায়কের নাম ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ মে ০৬ ২১:৪৬:০৮
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য শ্রীলঙ্কার নতুন অধিনায়কের নাম ঘোষণা

যা দেখা যাবে বাংলাদেশ সফরেই। সেকারণেই অবসর নেন থিসারা পেরেরা। তবে এক পেরেরে বিদায় নিলেও উত্থান হচ্ছে আরেক পেরেরার।

শ্রীলঙ্কার ক্রিকেট ভিত্তিক গণমাধ্যম দ্য পাপারে জানাচ্ছে, আইসিসির বিশ্বকাপ সুপার লিগের অন্তুর্ভুক্ত তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা বাংলাদেশে আসবে কুসল পেরেরার নেতৃত্বে। সহ অধিনায়কত্ব পেতে পারেন কুসল মেন্ডিস। কদিন আগে ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানদের কাছে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছিল দিমুথ করুনারত্নের নেতৃত্বে শ্রীলঙ্কা দল।

এই ব্যর্থতার কারণেই তাকে সরিয়ে লঙ্কানদের ২৪ তম ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হবে কুসল পেরেরাকে। শুধু অধিনায়ক নয়, দলেও আসবে বড় রদবদল। আবারো ফিরবেন আভিষকা ফার্নান্দো। অধিনায়কত্বের পর দল থেকেও বাদ পড়তে পারেন দিমুথ করুনারত্নে।

শ্রীলঙ্কার সম্ভাব্য স্কোয়াডঃ কুশল জেনিত পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ অধিনায়ক), ধানুশকা গুনাথিলাকা, আভিষ্কা ফার্নান্দো, পাথুম নিসাঙ্কা, নিরোশান ডিকওয়েলা, ধনঞ্জয়া ডি সিলভা,

আসেন বান্দারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, আকিলা ধনঞ্জয়া, লাকসান সান্দাকান, ইসুরু উদানা, চামিকা করুনারত্নে, বিনুরা ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দুশমন্ত চামিরা ও শিরান ফার্নান্দো।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক ওয়ানডে স্কোয়াডঃ তামিম ইকবাল খান, মোহাম্মদ নাইম শেখ, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত,

শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ