ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

প্রথম ওভারেই বাজিমাত করলেন ৩৬ বছর বয়সে অভিষেক হওয়া তাবিশ খান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ মে ০৯ ১৩:৫৪:১৪
প্রথম ওভারেই বাজিমাত করলেন ৩৬ বছর বয়সে অভিষেক হওয়া তাবিশ খান

ব্যক্তিগত প্রথম ওভারেই তাবিশ খান সাজঘরে পাঠিয়েছেন জিম্বাবুয়ের ওপেনার তারিসাই মুসাকান্দাকে (০)। শুরুর এই ধাক্কা সামলে উঠতে পারছে না জিম্বাবুয়ে। ৪ উইকেটে ৫২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে তারা। রেগিস চাকাভা ২৮ ও তেন্ডাই চিসোরো ১ রানে ব্যাট করেছেন।

তাবিশ খান ছাড়াও পাকিস্তানের পক্ষে উইকেট পেয়েছেন হাসান আলী, শাহীন আফ্রিদি ও সাজিদ খান। এর আগে ৮ উইকেটে ৫১০ রান করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান।

উল্লেখ্য, ঘরোয়া ক্রিকেটে অনেক দিন ধরে পারফর্ম করার ফলেই ৩৬ বছর বয়সেও জাতীয় দলের জার্সি দেওয়া হয়েছে তাবিশ খানকে। প্রথম শ্রেণির ক্রিকেটে তার রয়েছে ৫৯৮ উইকেট। আর একটি উইকেট পেলেই প্রথম শ্রেণির ক্রিকেটে তাবিশের ৬০০ উইকেট পূরণ হয়ে যাবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ