ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

কঠিন শাস্তির মুখে পড়তে পারে ইমরান খান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ০১ ১৫:১৫:২৭
কঠিন শাস্তির মুখে পড়তে পারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান ইমরান খানকে সরকারি গোপন নথি ফাঁস করার একটি মামলায় (সাইবার কেস) আসামি করা হয়েছে। সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (এফআইএ) কর্মকর্তারা ইমরান খান এবং প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে প্রধান অপরাধী হিসেবে আদালতে চার্জশিট দাখিল করেন।

অভিযোগপত্রে, দুজনের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের ৫ এবং ৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। আর পাকিস্তানের সংবিধান অনুযায়ী এই অপরাধে দোষী সাব্যস্ত হলে অপরাধীর মৃত্যুদণ্ড বা ১৪ বছরের কারাদণ্ড হবে।

ইমরান খান এবং মাহমুদ কুরেশি ছাড়াও প্রাক্তন মুখ্য সচিব আজম খান, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং ইমরানের তেহরিক-ই-ইনসাফের প্রাক্তন সাধারণ সম্পাদক আসাদ উমরকেও এই মামলায় অভিযুক্ত করা হয়েছে বলে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে।

এদিকে মামলায় এ পর্যন্ত ২৭ জন সাক্ষী হাজির করেছে তদন্তকারী সংস্থা। মামলার প্রধান সাক্ষী আজম খান ইতোমধ্যে বিশ্বকাপজয়ী অধিনায়কের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন।

আজম বলেছিলেন যে ইমরান খান সংসদে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব থেকে জনসাধারণের দৃষ্টি সরাতে এই গোপন নথিটি এনেছিলেন।

একই সঙ্গে তিনি বলেন, ইমরান খান গোপন নথিটি জনগণের সামনে প্রকাশ করতে বলেছেন। আজম খান ইমরান খানের কাছে এই নথি পেশ করেন। পরে নথি ফেরত দিতে চাইলে ইমরান তা দিতে অস্বীকার করেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ