ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

একদেশে অনুশীলন, অন্যদেশে বিশ্বকাপ, রহস্যে ঘেরা সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ২৬ ১০:৫৯:৩৮
একদেশে অনুশীলন, অন্যদেশে বিশ্বকাপ, রহস্যে ঘেরা সাকিব

বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে মাঝপথে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। এ নিয়ে গতকালও কম হৈ চৈ ছিল না। যদিও জানা গিয়েছিল ঢাকায় এসেছিলেন ছোটবেলার কোচের কাছে ব্যাটিং শিখতে। সেই লক্ষ্যে গতকাল মিরপুরে অনুশীলন করেছেন।

বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো মিরপুর শেরে-ই বেঙ্গল ইনডোরে সাকিব। সেখানে আজ আবার অনুশীলন শুরু করেছেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার সকাল ৯টা ৭ মিনিটে মিরপুর ইনডোরে প্রবেশ করেন সাকিব। শৈশবের কোচ নাজমুল আবেদিন ফাহিমের কাছে সেখানে প্রশিক্ষণ শুরু করেন টাইগার অধিনায়ক।

গতকাল শুধু ব্যাটিংয়ে কাজ করেছেন। আজও ব্যাটিং অনুশীলন নিয়ে কথা হচ্ছে। অনুশীলন শেষে আজ ঢাকা ছাড়ার কথা সাকিবের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ