ঢাকা, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১

মাঠেই থেমে গেল জীবনযুদ্ধ: ক্রিকেট বিশ্বে শোকের কালো ছায়া, বাউন্ডারি হাঁকানোর পর মৃত্যু ক্রিকেটারের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ নভেম্বর ২৯ ১৮:৪৭:১৭
মাঠেই থেমে গেল জীবনযুদ্ধ: ক্রিকেট বিশ্বে শোকের কালো ছায়া, বাউন্ডারি হাঁকানোর পর মৃত্যু ক্রিকেটারের

খেলার মাঠে মৃত্যু সবসময়ই বেদনাদায়ক। এবার সেই হৃদয়বিদারক ঘটনা ঘটলো ভারতের পুণেতে। স্থানীয় টি-টোয়েন্টি লিগে খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ৩৫ বছর বয়সী ক্রিকেটার ইমরান প্যাটেল। মাঠে দুর্দান্ত পারফর্ম করার কয়েক মুহূর্ত পরই ঘটে এই মর্মান্তিক ঘটনা, যা পুরো ক্রিকেট বিশ্বকে শোকস্তব্ধ করে তুলেছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পুণেতে এএস ট্রফির ম্যাচে লাকি বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার এবং ইয়ং একাদশের মুখোমুখি হয়। ম্যাচটি অনুষ্ঠিত হয় মহারাষ্ট্রের অরঙ্গাবাদের গারওয়ার স্টেডিয়ামে। লাকি বিল্ডার্সের অধিনায়ক ছিলেন ইমরান প্যাটেল।

টস হেরে ব্যাটিংয়ে নেমে তার দল ছয় ওভারে তোলে ৪৫ রান। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে ইমরান খেলছিলেন অসাধারণ। তিনি ১৮ বলে ২২ রান করেন, যেখানে ষষ্ঠ ওভারে টানা দুইটি চারে মুগ্ধ করেছিলেন দর্শকদের। তবে এই চারের পরই তার শরীরে অস্বস্তি দেখা দেয়।

ইমরান হাতে ও বুকে ব্যথা অনুভব করেন এবং আম্পায়ারের কাছে মাঠ ছাড়ার অনুমতি চান। মাঠ ছাড়ার সময় আচমকা মাটিতে লুটিয়ে পড়েন। সতীর্থরা দ্রুত তার কাছে ছুটে যান এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন।

ইমরানকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা যায়, তার মৃত্যু হয়েছে আকস্মিক হৃদরোগে। তবে ইমরানের পরিবারের দাবি, তার কোনো শারীরিক সমস্যা ছিল না, যা তার মৃত্যু আরও রহস্যময় করে তুলেছে।

ইমরানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার সতীর্থ ও ক্রিকেট মহলে। তার সহখেলোয়াড় নাসের খান বলেন, "ইমরানের কোনো শারীরিক সমস্যা ছিল না। তবুও এমন কীভাবে হলো, তা আমরা বুঝতে পারছি না।"

ইমরান রেখে গেছেন তার স্ত্রী এবং তিন কন্যা সন্তান। মাত্র চার মাস আগে তার তৃতীয় কন্যার জন্ম হয়েছিল। ইমরান ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ক্রিকেট খেলার পাশাপাশি একটি ছোট ব্যবসার মাধ্যমে তিনি তার সংসার চালাতেন।

ইমরানের আকস্মিক মৃত্যু শুধু ক্রিকেট বিশ্ব নয়, পুরো ক্রীড়া জগতকে শোকস্তব্ধ করেছে। খেলোয়াড়দের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং শারীরিক সুস্থতার দিকে আরও বেশি নজর দেওয়ার প্রয়োজনীয়তা আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো এই ঘটনা।

ইমরান প্যাটেলের এই অকাল প্রয়াণ তার পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। মাঠে বাউন্ডারি হাঁকানোর পর যে ব্যক্তি তার দলের জয় নিশ্চিত করতে উদগ্রীব ছিলেন, তিনি আজ জীবনের ইনিংসটাই শেষ করে গেলেন। তবে তার সতীর্থ, পরিবার এবং ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে তিনি চিরকাল অমর হয়ে থাকবেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে