ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের জন্য সতর্কবার্তা

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ ফেব্রুয়ারি ২২ ১৬:১৯:২৪
মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের জন্য সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসের অভিযোগে কঠোর অভিযান চালিয়ে ৮৫ বাংলাদেশিসহ ৫৯৮ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোররাতে সেলাঙ্গর রাজ্যের ক্লাংয়ের পাসার মেরু মার্কেট কমপ্লেক্সে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানের বিবরণ

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (অপারেশনস) জাফরি এমবোক তাহা জানান, অভিযানকালে ৬৩০ জনের কাগজপত্র যাচাই করা হয়, যেখানে বৈধ নথিপত্র না থাকায় ৫৯৮ জন অভিবাসীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৮৫ জন বাংলাদেশি, ৫০০ জন মিয়ানমারের নাগরিক, ৭ জন ইন্দোনেশিয়ান, ৫ জন ভারতীয় এবং ১ জন নেপালি রয়েছেন।

আটকদের বর্তমান অবস্থা ও পরবর্তী পদক্ষেপ

অভিযান শেষে আটককৃতদের সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে, যেখানে তাদের বিস্তারিত তথ্য সংগ্রহ ও পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানায়, গ্রেপ্তার এড়াতে কিছু অবৈধ অভিবাসী লুকিয়ে থাকার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তারা ধরা পড়ে। তবে, আটক বাংলাদেশিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

বৃহৎ সংস্থাগুলোর সমন্বিত অভিযান

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে অংশ নেন মালয়েশিয়ার সেলাঙ্গর অভিবাসন বিভাগের পরিচালক খায়রুল আমিনাস কামারুদ্দিন, রয়েল ক্লাং সিটি কাউন্সিলের (এমবিডিকে) মেয়র দাতুক আবদ হামিদ হুসেন, জেআইএম অফিসার, জেনারেল অপারেশনস টিম (পিজিএ), এমবিডিকে এবং জাতীয় নিবন্ধন বিভাগ (এনআরডি)-সহ মোট ১৫৩ জন কর্মকর্তা।

অভিবাসীদের জন্য সতর্কবার্তা

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে মালয়েশিয়ার চলমান অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। তারা অভিবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে, যেন বৈধ নথিপত্র নিশ্চিত করে আইনগত জটিলতা এড়াতে পারেন। ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও কঠোর হতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

খান/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ