পিলখানার হত্যাকাণ্ড কোনো সেনাসদস্য ঘটায়নি সরাসরি যাকে দুষলেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, “আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি, ঐক্যবদ্ধ থাকি। যদি কোনো সমস্যা থাকে, তবে তা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।”
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর রাওয়া ক্লাবে ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “পিলখানার সেই বর্বর হত্যাকাণ্ড কোনো সেনাসদস্য ঘটায়নি। এটি সম্পূর্ণভাবে তৎকালীন বিডিআর সদস্যদের দ্বারা সংঘটিত হয়। এ বিষয়ে কোনো ‘ইফ’ বা ‘বাট’ থাকার সুযোগ নেই। দীর্ঘদিন ধরে বিচারিক প্রক্রিয়া চলেছে এবং সাজাপ্রাপ্তরা কারাভোগ করছে। এ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা যাবে না।”
তিনি আরও বলেন, “যেসব সদস্য শাস্তি পেয়েছে, তারা শাস্তি পাওয়ার যোগ্য। তবে কেউ কেউ দাবি করছেন যে, তারা অযাচিতভাবে শাস্তির শিকার হয়েছেন। এ বিষয়ে তদন্তের জন্য আমি একটি বোর্ড গঠন করেছি, যেখানে একজন লেফটেন্যান্ট জেনারেল সদস্য হিসেবে আছেন। প্রথম ধাপে ৫১ জন সদস্যের বিষয়ে সুপারিশ এসেছে, যার অধিকাংশ আমি গ্রহণ করেছি এবং আরও কিছু বাড়িয়ে দিয়েছি।”
সেনাপ্রধান বলেন, “আমরা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে ঐক্যবদ্ধ থাকি। যদি কোনো সমস্যা থেকে থাকে, তবে তা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। ডানে-বামে ছুটোছুটি করে কোনো লাভ হবে না, বরং তাতে কেবল ব্যক্তিগত ক্ষতিই হবে। আমি নিশ্চিত করে বলছি, এ ধরনের কর্মকাণ্ড আমাদের জন্য মঙ্গলজনক নয়।”
তিনি আরও বলেন, “কেউ যদি অপরাধ করে থাকে, তবে তার জন্য কোনো ছাড় নেই। সেনাবাহিনী একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনী, এটিকে শৃঙ্খলার মধ্যেই রাখতে হবে।”
অনুষ্ঠানে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেনাপ্রধান বলেন, “আমাদের চৌকস সেনা সদস্যরা পিলখানায় প্রাণ হারিয়েছেন তৎকালীন বিডিআর সদস্যদের গুলিতে। এটি নিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করার যে কোনো চেষ্টা আমাদের জন্য ক্ষতিকর হবে।”
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর সদর দফতরে সংঘটিত বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তা নির্মমভাবে নিহত হন। এ ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনা হয় এবং অনেকেই শাস্তি ভোগ করছেন।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- দেশের বাজারে ইতিহাস গড়ে কমলো সোনার দাম, জেনেনিন বাজার মূল্য
- ৬৯০ টাকায় সাড়ে ১২ কেজির এলপি গ্যাস, কেন পাচ্ছে না সাধারণ মানুষ?
- আজ বাংলাদেশের বাজারে১৮ ক্যারেট, ২১ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দাম
- অভিনেতা সিদ্দিককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল কর্মীরা
- বাংলাদেশে১৮, ২১ ও২২ ক্যারেট সোনার আজকের বাজার মূল্য
- ৬ ইন্স্যুরেন্স কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা, কারা কত শতাংশ দিচ্ছে
- ১৬ কোম্পানির ইপিএস প্রকাশ: কার আয় বাড়ল, কে পড়ল লোকসানে
- বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন হাসানত আব্দুল্লাহ
- ৪১ কোম্পানির ইপিএস প্রকাশ: লাভবান ও ক্ষতিগ্রস্ত কোম্পানির তালিকা
- আজকের সৌদি রিয়াল রেট (২৮ এপ্রিল ২০২৫)
- বাংলাদেশে আজকের সোনার দাম ও রুপার বাজার মূল্য
- আরব আমিরাতে ২০২৫ ঈদুল আজহার ছুটি ঘোষণা
- ১১ কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশ: কার লাভ, কার ক্ষতি?
- মার্জিন রুলস ১৯৯৯-এ বড় পরিবর্তন: পুঁজিবাজারের নতুন দিগন্ত
- বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি দাউদ হায়দার মারা গেছেন