রোজা না রেখে তোপের মুখে মোহাম্মদ শামি

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় পেসার মোহাম্মদ শামি মাঠে দাপট দেখালেও এবার তাকে সামলাতে হচ্ছে এক ভিন্নধারার চ্যালেঞ্জ— ধর্মীয় বিতর্ক। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়ে রমজানের রোজা রাখতে পারেননি তিনি। আর এতেই শুরু হয়েছে সমালোচনার ঝড়। কেউ বলছেন, ইসলামের বিধান লঙ্ঘন করেছেন শামি, আবার কেউ বলছেন, সফরে থাকার কারণে তার রোজা কাজা করার সুযোগ রয়েছে।
দুই শিবিরে বিভক্ত আলেম সমাজ
প্রথমেই শামির রোজা না রাখার কড়া সমালোচনা করেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মাওলানা শাহাবুদ্দিন রাজভী বেরেলভী। তিনি বলেন, ‘শারীরিকভাবে সুস্থ থাকার পরও রোজা না রাখা ইসলামের বিধান অনুযায়ী পাপ। শুধু তাই নয়, প্রকাশ্যে পানি পান করে শামি সমাজের সামনে ভুল বার্তা দিয়েছেন।’
আরও পড়ুন:
স্ত্রীরাই ডোবান মুশফিক সাকিবদের
দ্য হান্ড্রেড: সাকিব ১ লাখ ২০ হাজার পাউন্ডে
তবে শামির পাশে দাঁড়িয়েছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মওলানা খালিদ রশিদ ফারাঙ্গি মাহলি। তিনি মনে করেন, ‘রোজা প্রত্যেক মুসলিমের জন্য বাধ্যতামূলক, তবে আল্লাহ কোরআনে স্পষ্টভাবে জানিয়েছেন যে, কেউ যদি সফরে থাকে, তাহলে সে রোজা কাজা করতে পারে। শামি যেহেতু দেশের জন্য খেলতে বাইরে রয়েছেন, তাই তার রোজা কাজা করার সুযোগ রয়েছে। এ নিয়ে বিতর্কের কোনো প্রয়োজন নেই।’
পরিবারের সমর্থন, শামির নীরবতা
শুধু ধর্মীয় মহলই নয়, শামির পরিবারও এই প্রসঙ্গে নিজেদের অবস্থান জানিয়েছে। তার চাচাতো ভাই মোহাম্মদ মুমতাজ বলেন, ‘শামি দেশের হয়ে খেলছে, এটিই সবচেয়ে বড় বিষয়। পাকিস্তানসহ আরও অনেক মুসলিম ক্রিকেটারও খেলার কারণে রোজা রাখতে পারেননি। তাই তাকে নিয়ে এত আলোচনা অর্থহীন।’
শামির বড় ভাই মোহাম্মদ হাসিবও জানান, ‘আমার ভাই নিয়মিত রোজা রাখে। তবে খেলার কারণে যে রোজা তিনি রাখতে পারেননি, তা পরে আদায় করবেন।’
এদিকে শামির শৈশবের কোচ বদরুদ্দিন সিদ্দিকিও মনে করেন, ‘শামি ভুল কিছু করেননি। খেলা তার দায়িত্ব, এবং এ ধরনের বিতর্ক তার পেশাদারিত্বকে বাধাগ্রস্ত করার চেষ্টা মাত্র।’
নীরব শামি, নজর ৯ মার্চের ম্যাচে
ধর্মীয় মহলে তুমুল আলোচনা চললেও শামি এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি। তিনি ব্যস্ত আছেন নিজের প্রস্তুতিতে। ৯ মার্চের গুরুত্বপূর্ণ ম্যাচের দিকে তাকিয়ে থাকা এই পেসার কি সামাজিক সমালোচনার জবাব ব্যাট-বলে দেবেন? সেটাই এখন দেখার অপেক্ষা।
রাজিব/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশে১৮, ২১ ও২২ ক্যারেট সোনার আজকের বাজার মূল্য
- আজ বাংলাদেশের বাজারে১৮ ক্যারেট, ২১ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দাম
- আজ বাংলাদেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার মূল্য তালিকা
- ৬৯০ টাকায় সাড়ে ১২ কেজির এলপি গ্যাস, কেন পাচ্ছে না সাধারণ মানুষ?
- জ্বালানি তেলে সুখবর: মে মাসে কমলো ডিজেল ও পেট্রোলের দাম
- ৯ দিনে সোনার দাম কমলো ২৯০ ডলার
- অভিনেতা সিদ্দিককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল কর্মীরা
- সকালে ভেজানো কিসমিস খাওয়ার চমকপ্রদ ৭টি উপকার
- বাংলাদেশে আজকের সোনার দাম ও রুপার বাজার মূল্য
- ৪১ কোম্পানির ইপিএস প্রকাশ: লাভবান ও ক্ষতিগ্রস্ত কোম্পানির তালিকা
- ৬ ইন্স্যুরেন্স কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা, কারা কত শতাংশ দিচ্ছে
- আজকের সৌদি রিয়াল রেট (২৮ এপ্রিল ২০২৫)
- ১৬ কোম্পানির ইপিএস প্রকাশ: কার আয় বাড়ল, কে পড়ল লোকসানে
- বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন হাসানত আব্দুল্লাহ
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (৩০ এপ্রিল ২০২৫)