আজ সারা দেশে যে সময় থাকবে ব্ল্যাকআউট

নিজস্ব প্রতিবেদক: আজকের রাত এক অনন্য স্মরণের প্রতীক। ১৯৭১ সালের ভয়াল ২৫ মার্চের গণহত্যার স্মরণে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারা দেশে ১ মিনিটের জন্য আলো নিভিয়ে পালন করা হবে ব্ল্যাকআউট কর্মসূচি। এক মিনিটের এই অন্ধকার যেন একাত্তরের সেই ভয়াল রাতের নৃশংসতাকে মনে করিয়ে দেবে জাতিকে। তবে জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) ও জরুরি সেবার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলো এই কর্মসূচির বাইরে থাকবে।
২৫ মার্চ: একাত্তরের বিভীষিকার রাত
১৯৭১ সালের ২৫ মার্চ রাত—যে রাতের নিরবতা ভেঙে দিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর নির্বিচার হত্যাযজ্ঞ। ‘অপারেশন সার্চলাইট’ নামে সেই রাতে ঢাকাসহ সারা দেশে লক্ষাধিক নিরীহ বাঙালিকে হত্যা করা হয়। প্রতিরোধের আগুন নেভাতে চেয়েছিল হানাদার বাহিনী, কিন্তু সেই রক্তগঙ্গাই জন্ম দিয়েছিল স্বাধীনতার দাবানল। ২০১৭ সালে সরকার ২৫ মার্চকে ‘জাতীয় গণহত্যা দিবস’ ঘোষণা করে, যাতে এই ইতিহাস ভুলে না যায় জাতি।
প্রধান উপদেষ্টার শ্রদ্ধাঞ্জলি
জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে এক বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, “২৫ মার্চ, ১৯৭১—একটি জাতির অস্তিত্ব রক্ষার জন্য বিভীষিকাময় এক অধ্যায়। পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের শিকার শহীদদের প্রতি আমাদের চিরন্তন শ্রদ্ধা।” তিনি আরও বলেন, “আজও আমরা শোকাহত, আজও আমাদের হৃদয়ে সেই রাতের ক্ষত গভীর।”
স্মরণে দেশজুড়ে নানা আয়োজন
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে সারা দেশে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হবে। ঢাকাসহ সব সিটি করপোরেশনে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার এসব কর্মসূচি সম্প্রচার করবে, যেন পুরো জাতি একাত্তরের ভয়াল রাতের ইতিহাসের সঙ্গে পুনরায় সংযুক্ত হতে পারে।
শ্রদ্ধা ও প্রার্থনা
শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বাদ জোহর দেশের সব মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। অন্যান্য উপাসনালয়েও শহীদদের স্মরণে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
আলোর মাঝে অন্ধকারের স্মরণ
মুক্তিযুদ্ধ জাদুঘর সন্ধ্যা সাড়ে ৬টায় শিখা চিরন্তন প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবে। নাট্য সংগঠনগুলো বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বর থেকে ফুলার রোডের স্মৃতি চিরন্তন চত্বর পর্যন্ত ‘লালযাত্রা’ পালন করবে। দেশজুড়ে বিভিন্ন সংগঠনও তাদের নিজস্ব কর্মসূচির মাধ্যমে দিবসটি স্মরণ করবে।
আজকের রাত শুধু স্মরণ নয়, শপথেরও রাত। একাত্তরের সেই শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সেই অঙ্গীকারে জাতি আজ এক মিনিটের জন্য নিমজ্জিত হবে নীরব অন্ধকারে।
আব্দুল কাদের/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- দেশের বাজারে ইতিহাস গড়ে কমলো সোনার দাম, জেনেনিন বাজার মূল্য
- অভিনেতা সিদ্দিককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল কর্মীরা
- আজ বাংলাদেশের বাজারে১৮ ক্যারেট, ২১ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দাম
- ৬ ইন্স্যুরেন্স কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা, কারা কত শতাংশ দিচ্ছে
- বাংলাদেশ স্কোয়াডে দুই পরিবর্তন, আসছে এক চেনা মুখ ও এক নতুন নাম
- বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন হাসানত আব্দুল্লাহ
- মার্জিন রুলস ১৯৯৯-এ বড় পরিবর্তন: পুঁজিবাজারের নতুন দিগন্ত
- ১১ কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশ: কার লাভ, কার ক্ষতি?
- শেয়ারবাজারের স্থিতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বিএসইসি
- বাঁচাও শেয়ারবাজার’: বিনিয়োগকারীদের গর্জনে কাঁপলো মতিঝিল
- বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি দাউদ হায়দার মারা গেছেন
- বিনিয়োগকারীদের জন্য ৭ কোম্পানির নগদ লভ্যাংশ ঘোষণা
- রিয়াল বনাম বার্সা ফাইনাল: কখন, কোথায়, কিভাবে দেখবেন আজ রাতে
- আজকের সৌদি রিয়াল রেট (২৮ এপ্রিল ২০২৫)
- শ্রীলঙ্কার ‘না’ বলে দেওয়া, ভারতের সেতু স্বপ্ন স্থগিত