
MD. Razib Ali
Senior Reporter
পিএসসি চেয়ারম্যানের ঘোষণা:
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের সময় নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল আগামী ৩০ জুনের মধ্যে প্রকাশিত হবে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম। তিনি মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে পিএসসির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, "আমরা ৪৪তম বিসিএস পরীক্ষার কাজ দ্রুততম সময়ে শেষ করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। ১৭ জুনের মধ্যে ভাইভা পরীক্ষা শেষ হবে এবং তার পরবর্তী সময়ে ৩০ জুনের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।"
পিএসসি চেয়ারম্যান আরও বলেন, "আমরা বর্তমানে আধুনিক প্রযুক্তি ও স্বচ্ছতার ভিত্তিতে কাজ করছি। প্রার্থীদের দীর্ঘ অপেক্ষার সময় কমানোর জন্য সময়ানুযায়ী দ্রুত কাজ করার চেষ্টা করছি।"
এদিকে, ৪৪তম বিসিএসে মোট ১,৭১০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুযোগ পাচ্ছেন হাজার হাজার তরুণ প্রার্থী। প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, আনসার ক্যাডারে ১৪ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৩০ জন, কর ক্যাডারে ১১ জন, সমবায়ে ৮ জন, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক ক্যাডারে ৭ জন, তথ্য ক্যাডারে ১০ জন, ডাক ক্যাডারে ২৩ জন, বাণিজ্য ক্যাডারে ৬ জন, পরিবার পরিকল্পনায় ২৭ জন, খাদ্য ক্যাডারে ৩ জন, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ জন এবং শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।
এবার ৪৪তম বিসিএসে আবেদন করেছিলেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন প্রার্থী। এই বিশাল সংখ্যক প্রার্থী অপেক্ষা করছে তাদের স্বপ্ন পূরণের জন্য। পিএসসি চেয়ারম্যানের বক্তব্যে প্রমাণিত হয়েছে যে, কমিশন প্রার্থীদের জন্য দ্রুত এবং সুষ্ঠু ফলাফল নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ।
তবে, এখনও পর্যন্ত যারা অপেক্ষা করছেন, তাদের জন্য ৩০ জুনের মধ্যে ফলাফলের ঘোষণা প্রার্থীদের নতুন দিগন্ত খুলে দেবে। এবার অপেক্ষার সময় খুব বেশী নয়, আর এই জুনে শেষ হবে তাদের প্রতীক্ষার পথ।
মো: রাজিব আলী/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- দেশের বাজারে ইতিহাস গড়ে কমলো সোনার দাম, জেনেনিন বাজার মূল্য
- অভিনেতা সিদ্দিককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল কর্মীরা
- সিলেটে ক্রিকেট মাঠে শোকের ছায়া: বিসিবি কর্মকর্তার অকাল মৃত্যু
- ৬ ইন্স্যুরেন্স কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা, কারা কত শতাংশ দিচ্ছে
- বাংলাদেশ স্কোয়াডে দুই পরিবর্তন, আসছে এক চেনা মুখ ও এক নতুন নাম
- বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন হাসানত আব্দুল্লাহ
- মার্জিন রুলস ১৯৯৯-এ বড় পরিবর্তন: পুঁজিবাজারের নতুন দিগন্ত
- ১১ কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশ: কার লাভ, কার ক্ষতি?
- শেয়ারবাজারের স্থিতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বিএসইসি
- বাঁচাও শেয়ারবাজার’: বিনিয়োগকারীদের গর্জনে কাঁপলো মতিঝিল
- বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি দাউদ হায়দার মারা গেছেন
- বিনিয়োগকারীদের জন্য ৭ কোম্পানির নগদ লভ্যাংশ ঘোষণা
- রিয়াল বনাম বার্সা ফাইনাল: কখন, কোথায়, কিভাবে দেখবেন আজ রাতে
- আজ বাংলাদেশের বাজারে১৮ ক্যারেট, ২১ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দাম
- শ্রীলঙ্কার ‘না’ বলে দেওয়া, ভারতের সেতু স্বপ্ন স্থগিত