
MD: Razib Ali
Senior Reporter
থিয়াগো সিলভাকে হারিয়ে চেলসি আজ পথ হারিয়েছে

নিজস্ব প্রতিবেদক: স্ট্যামফোর্ড ব্রিজে দর্শকদের সামনে হতাশ করলো চেলসি। ইপসউইচ টাউনের বিপক্ষে ২-২ গোলের ড্রয়ে শেষ হয় ম্যাচ, যেখানে মাত্র ৩১ মিনিটেই ২-০ গোলে পিছিয়ে পড়ে ব্লুজরা। ম্যাচ শেষে প্রশ্ন উঠছে—চেলসির রক্ষণ এতটা ভঙ্গুর কেন?
সাবেক চেলসি উইঙ্গার শন রাইট-ফিলিপসের মতে, এর মূল কারণ হচ্ছে থিয়াগো সিলভার মতো অভিজ্ঞ ডিফেন্ডারকে ছেড়ে দেওয়া।
"ওই তরুণ ডিফেন্ডারদের গাইড করতেন থিয়াগো। এখন ওরা শেখার চেষ্টা করছে, কিন্তু শেখানোর কেউ নেই।"
— বললেন রাইট-ফিলিপস, Optus Sport-এ।
গোলকিপিংয়েও ঘাটতি:
রাইট-ফিলিপস আরও বলেন, “গোলকিপারদের মানও যথেষ্ট নয়। কেপা এখন বোর্নমাউথে দুর্দান্ত খেলছে, অথচ চেলসিতে এমন কেউ নেই যাকে নিয়ে ভরসা করা যায়।”
চেলসি সিজনের শুরুতে শক্ত অবস্থান নিলেও ২০২৫ সালের শুরু থেকে ছন্দ হারিয়ে ছয়ে নেমে গেছে প্রিমিয়ার লিগে। চ্যাম্পিয়ন্স লিগে খেলার লড়াই এখন বেশ কঠিন হয়ে পড়েছে মারোস্কার দলের জন্য।
সাবেক মিডফিল্ডার ডন হাচিসন বললেন, “রক্ষণভাগেই বড় ঘাটতি”
আরেক সাবেক প্রিমিয়ার লিগ তারকা ডন হাচিসনও সমালোচনা করেছেন চেলসির রক্ষণভাগের।
"এক বিলিয়নের বেশি খরচ করার পরও এই ডিফেন্স? আমি কখনোই মনে করি না চেলসি সহজে ক্লিন শিট নিতে পারে।"
তাঁর মতে, চেলসির মিডফিল্ডের ভবিষ্যৎ উজ্জ্বল, কিন্তু রক্ষণভাগ ও গোলরক্ষকের জায়গায় বড় ঘাটতি রয়ে গেছে।
কোল পামারকে ঘিরে আশার আলো, কিন্তু…
যদিও কোল পামারকে নিয়ে আশাবাদী হাচিসন, কিন্তু তিনি মনে করেন—পামারের একার কাঁধে সব ভর দিয়ে লাভ নেই।
“পামারকে ঘিরে দল গড়া যেতে পারে, কিন্তু ওকে ছাড়া অন্যরাও এগিয়ে আসতে হবে,” বলেন হাচিসন।
চেলসির রক্ষণভাগে ধস, গোলকিপিংয়ে দুর্বলতা, থিয়াগো সিলভার অভাব—সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়া নিয়ে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। মারোস্কা যদি দ্রুত রক্ষণে স্থিরতা আনতে না পারেন, তাহলে এই মৌসুমটা হয়তো হতাশায় শেষ হবে ব্লুজদের জন্য।
মো: রাজিব আলী/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- দেশের বাজারে ইতিহাস গড়ে কমলো সোনার দাম, জেনেনিন বাজার মূল্য
- অভিনেতা সিদ্দিককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল কর্মীরা
- আজ বাংলাদেশের বাজারে১৮ ক্যারেট, ২১ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দাম
- ৬ ইন্স্যুরেন্স কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা, কারা কত শতাংশ দিচ্ছে
- বাংলাদেশ স্কোয়াডে দুই পরিবর্তন, আসছে এক চেনা মুখ ও এক নতুন নাম
- বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন হাসানত আব্দুল্লাহ
- মার্জিন রুলস ১৯৯৯-এ বড় পরিবর্তন: পুঁজিবাজারের নতুন দিগন্ত
- ১১ কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশ: কার লাভ, কার ক্ষতি?
- ৬৯০ টাকায় সাড়ে ১২ কেজির এলপি গ্যাস, কেন পাচ্ছে না সাধারণ মানুষ?
- ১৬ কোম্পানির ইপিএস প্রকাশ: কার আয় বাড়ল, কে পড়ল লোকসানে
- শেয়ারবাজারের স্থিতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বিএসইসি
- বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি দাউদ হায়দার মারা গেছেন
- বিনিয়োগকারীদের জন্য ৭ কোম্পানির নগদ লভ্যাংশ ঘোষণা
- আজকের সৌদি রিয়াল রেট (২৮ এপ্রিল ২০২৫)
- রিয়াল বনাম বার্সা ফাইনাল: কখন, কোথায়, কিভাবে দেখবেন আজ রাতে