মেসির সঙ্গে দেখা করলো মেসি

নিজস্ব প্রতিবেদক: সন্তান জন্মের পর নাম রাখা নিয়ে পৃথিবীতে অজস্র গল্প রয়েছে। অনেক দম্পতি সন্তান জন্মের আগে নাম ঠিক করে রাখেন। ছেলে হলে ‘অমুক’ আর মেয়ে হলে ‘তমুক’। আবার অনেক দম্পতি আছেন, যারা তাদের প্রিয় কোনো ব্যক্তিত্বের নামে সন্তানের নাম রাখেন।
লিওনেল মেসির মা-বাবা ছিলেন দ্বিতীয় ক্যাটাগরির। তারা নিজেদের প্রিয় সংগীতশিল্পী লিওনেল রিচির নামে ছেলের নাম রেখেছিলেন। আমেরিকার গায়ক-সুরকার লিওনেল রিচির নামেই বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকা লিওনেল মেসির নাম রাখা হয়।
গত বুধবার সেই অপেক্ষার অবসান ঘটেছে। ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি এবং সংগীতের রাজা লিওনেল রিচির দেখা হয়েছে ফ্লোরিডায়। ইন্টার মায়ামির ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের ম্যাচে এলএএফসিকে ৩-১ গোলে হারানোর ম্যাচে দুজনের দেখা হয়।
ম্যাচের পর, যখন মেসি স্টেডিয়ামের টানেল ধরে মাঠ থেকে বের হচ্ছিলেন, তখন তিনি লিওনেল রিচির সঙ্গে সাক্ষাৎ করেন। দুজনের কুশল বিনিময় শেষে রিচি তার ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করেন। ক্যাপশনে তিনি লিখেছেন, “লিওনেলের সঙ্গে যখন লিওনেলের দেখা। আমার নামে ওর নাম রেখেছিলেন তার মা… আর আজ আমাদের দেখা। এত বছর পর দেখা হয়ে ভালো লাগল।”
মেসির নাম রাখা নিয়ে এক অদ্ভুত ঘটনা ২০১০ সালে মেসির মা মারিয়া কুচ্চিত্তিনি একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছিলেন। তিনি জানিয়েছিলেন, মেসির জন্ম সহজ ছিল না। নির্ধারিত সময়ের পরে, ডাক্তার ঝুঁকি নিতে না চেয়ে লেবার ইন্ডিউস করার সিদ্ধান্ত নেন। সকাল ৬টায় হাসপাতালে গিয়েছিলেন তারা, আর মেসি জন্ম নেন বিকেল ৪টা ২০ মিনিটে। এরপর নাম রাখা নিয়ে বিপত্তি বাধে।
মেসির মা বলেন, “ছেলের জন্য কোনো নাম ঠিক করা হয়নি! আমি সব সময় ‘Leonel’ নামটা পছন্দ করতাম। কিন্তু হোর্হে বললো, ‘Lionel’ নাম রাখা উচিত। আমি তাকে বলি, ‘এটা কী করলে তুমি!’ তখন হোর্হে আমাকে জানায়, ‘আমরা দুজনই লিওনেল রিচিকে খুব পছন্দ করি, তাই তার নামে এই বানানেই নাম রাখলাম।’"
এই ভাবে, ফুটবল এবং সংগীতের দুই কিংবদন্তির নামের মিল ঘটেছে, যা সবার কাছে একটি সুন্দর এবং চমকপ্রদ গল্প হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
মোঃ রাজিব/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- দেশের বাজারে ইতিহাস গড়ে কমলো সোনার দাম, জেনেনিন বাজার মূল্য
- অভিনেতা সিদ্দিককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল কর্মীরা
- আজ বাংলাদেশের বাজারে১৮ ক্যারেট, ২১ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দাম
- ৬ ইন্স্যুরেন্স কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা, কারা কত শতাংশ দিচ্ছে
- বাংলাদেশ স্কোয়াডে দুই পরিবর্তন, আসছে এক চেনা মুখ ও এক নতুন নাম
- বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন হাসানত আব্দুল্লাহ
- মার্জিন রুলস ১৯৯৯-এ বড় পরিবর্তন: পুঁজিবাজারের নতুন দিগন্ত
- ১১ কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশ: কার লাভ, কার ক্ষতি?
- ৬৯০ টাকায় সাড়ে ১২ কেজির এলপি গ্যাস, কেন পাচ্ছে না সাধারণ মানুষ?
- ১৬ কোম্পানির ইপিএস প্রকাশ: কার আয় বাড়ল, কে পড়ল লোকসানে
- শেয়ারবাজারের স্থিতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বিএসইসি
- বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি দাউদ হায়দার মারা গেছেন
- বিনিয়োগকারীদের জন্য ৭ কোম্পানির নগদ লভ্যাংশ ঘোষণা
- আজকের সৌদি রিয়াল রেট (২৮ এপ্রিল ২০২৫)
- রিয়াল বনাম বার্সা ফাইনাল: কখন, কোথায়, কিভাবে দেখবেন আজ রাতে