অবশেষে দল পেলেন মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম পর্বে খেলতে দেখা যায়নি জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানকে। কাঁধের চোটের কারণে পুরোপর্বেই মাঠের বাইরে ছিলেন তিনি। তবে এবার সুপার লিগে ফিরছেন ‘কাটার মাস্টার’। মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে খেলতে দেখা যাবে এই তারকা পেসারকে।
গত রোববার শেষ হয়েছে ডিপিএলের গ্রুপ পর্বের খেলা। আগামীকাল (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে টুর্নামেন্টের সুপার লিগ পর্ব। জাতীয় দলের আন্তর্জাতিক সূচি না থাকায় প্রথম পর্বে প্রায় সব তারকা ক্রিকেটারকে খেলতে দেখা গেলেও, অনুপস্থিত ছিলেন মুস্তাফিজ।
মোহামেডান ক্লাব সূত্রে জানা গেছে, সুপার লিগে দলের হয়ে খেলবেন মুস্তাফিজ। ক্লাবের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন বিষয়টি নিশ্চিত করে বলেন, "আগামীকাল মুস্তাফিজের সঙ্গে আমাদের আনুষ্ঠানিক চুক্তি হবে। সুপার লিগে সে আমাদের হয়েই খেলবে।"
এর আগে গুঞ্জন উঠেছিল, পারিশ্রমিক চুক্তি নিয়ে কিছু সমস্যার কারণে খেলছেন না বাঁহাতি এই পেসার। তবে পরবর্তীতে জানা যায়, কাঁধে চোট পেয়েছিলেন তিনি। পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সময় সেই চোট পান মুস্তাফিজ। এরপর বেশ কিছুদিন বিশ্রাম ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যান তিনি।
সম্প্রতি পুরোপুরি ফিট হয়ে ফের অনুশীলনে ফিরেছেন এই গতি তারকা। গত কয়েকদিন ধরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন করতে দেখা গেছে তাকে। সবকিছু ঠিক থাকলে, সুপার লিগ থেকেই মাঠে দেখা যাবে মুস্তাফিজকে।
মোহামেডানের মতো ঐতিহ্যবাহী ক্লাবে মুস্তাফিজের খেলা দলটির শক্তিমত্তা অনেকটাই বাড়াবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এখন দেখার পালা, মাঠে ফিরে কেমন ঝলক দেখান বাংলাদেশের এই তারকা পেসার।
মোঃ রাজিব/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- দেশের বাজারে ইতিহাস গড়ে কমলো সোনার দাম, জেনেনিন বাজার মূল্য
- অভিনেতা সিদ্দিককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল কর্মীরা
- আজ বাংলাদেশের বাজারে১৮ ক্যারেট, ২১ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দাম
- ৬ ইন্স্যুরেন্স কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা, কারা কত শতাংশ দিচ্ছে
- বাংলাদেশ স্কোয়াডে দুই পরিবর্তন, আসছে এক চেনা মুখ ও এক নতুন নাম
- বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন হাসানত আব্দুল্লাহ
- মার্জিন রুলস ১৯৯৯-এ বড় পরিবর্তন: পুঁজিবাজারের নতুন দিগন্ত
- ১১ কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশ: কার লাভ, কার ক্ষতি?
- ৬৯০ টাকায় সাড়ে ১২ কেজির এলপি গ্যাস, কেন পাচ্ছে না সাধারণ মানুষ?
- ১৬ কোম্পানির ইপিএস প্রকাশ: কার আয় বাড়ল, কে পড়ল লোকসানে
- শেয়ারবাজারের স্থিতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বিএসইসি
- বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি দাউদ হায়দার মারা গেছেন
- বিনিয়োগকারীদের জন্য ৭ কোম্পানির নগদ লভ্যাংশ ঘোষণা
- আজকের সৌদি রিয়াল রেট (২৮ এপ্রিল ২০২৫)
- রিয়াল বনাম বার্সা ফাইনাল: কখন, কোথায়, কিভাবে দেখবেন আজ রাতে