বিয়ের আসরে প্রতারণা! ঘোমটার আড়ালে ছিলেন কনের মা

নিজস্ব প্রতিবেদক: উত্তর প্রদেশে ঘটল বিরল প্রতারণা: ঘোমটার আড়ালে ছিলেন কনের মা, আজিম জানতেই পারেননি কাকে বিয়ে করছেন!
সাজানো বিয়ের মঞ্চ, আলোকসজ্জায় ভরা অনুষ্ঠানস্থল, আত্মীয়স্বজনদের ভিড়—সব ঠিকঠাকই চলছিল ভারতের উত্তর প্রদেশের মীরাট জেলার ব্রহ্মপুরী এলাকায়।
কিন্তু ঘোমটা উঠতেই যেন পুরো নাটকের মোড় ঘুরে যায়।
বর মোহাম্মদ আজিম হঠাৎ আবিষ্কার করেন, যাকে তিনি স্ত্রী ভেবে বিয়ে করলেন, তিনি আসলে তার হবু স্ত্রীর মা—একজন ৪৫ বছর বয়সী বিধবা, নাম তাহিরা।
ঘটনার পটভূমি: কনে বদলে মা!
২২ বছর বয়সী মোহাম্মদ আজিমের বিয়ে নির্ধারিত ছিল শামলি জেলার ২১ বছর বয়সী মানতাশার সঙ্গে।
তারিখ ছিল ৩১ মার্চ। সব আয়োজন চলছিল ঠিকঠাক। কিন্তু বিয়ের মূল পর্বে কাজি যখন কনের নাম ঘোষণা করেন "তাহিরা", তখন আজিমের মনে সন্দেহ হয়। কারণ তিনি জানতেন, তার কনের নাম মানতাশা।
তবে বিয়ের সময় কিছু বুঝে ওঠার আগেই সব আনুষ্ঠানিকতা শেষ হয়ে যায়।
আর ঘোমটা তোলার পর দেখা যায়—মানতাশা নয়, ঘোমটার আড়ালে ছিলেন তাহিরা, মানতাশার মা!
বর আজিমের প্রতিক্রিয়া: সুপরিকল্পিত প্রতারণা!
ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন আজিম।
তিনি জানান, এটি ছিল একটি সুপরিকল্পিত ফাঁদ। তার ভাই নাদিম এবং ভাবি সাইদা মিলে এই ষড়যন্ত্র করেন।
আজিমের ভাষ্য, তারা তাকে ভয় দেখায়—যদি তিনি প্রতিবাদ করেন, তাহলে ধর্ষণের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে।
তিনি আরও অভিযোগ করেন, এই পুরো ঘটনায় ৫ লাখ টাকার লেনদেন হয়েছিল।
পুলিশে অভিযোগ ও পরে আপস
আজিম পুরো বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
তবে পরে ব্রহ্মপুরী সার্কেল অফিসার সৌম্য আস্থানা জানান, দুই পক্ষের মধ্যে আপসে সমাধান হয়েছে।আজিম তার অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন এবং আর কোনো আইনি ব্যবস্থা নিতে চান না।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, নেটদুনিয়ায় তোলপাড়
এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয় তীব্র আলোড়ন।
অনেকে বলছেন—
“এটা বাস্তব না সিনেমা বোঝা যাচ্ছে না!”
আবার কেউ কেউ রসিকতা করে লিখেছেন—
“ঘোমটার আড়ালে এমন সারপ্রাইজ আর কেউ দেয়নি!”
রাজিব/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে গতি ফেরাতে এবার বড় সিদ্ধান্ত নিল বিএসইসি
- দেশের বাজারে ইতিহাস গড়ে কমলো সোনার দাম, জেনেনিন বাজার মূল্য
- সিলেটে ক্রিকেট মাঠে শোকের ছায়া: বিসিবি কর্মকর্তার অকাল মৃত্যু
- বাংলাদেশে ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার মূল্য তালিকা
- বাংলাদেশ স্কোয়াডে দুই পরিবর্তন, আসছে এক চেনা মুখ ও এক নতুন নাম
- মার্জিন রুলস ১৯৯৯-এ বড় পরিবর্তন: পুঁজিবাজারের নতুন দিগন্ত
- ৬ ইন্স্যুরেন্স কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা, কারা কত শতাংশ দিচ্ছে
- বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন হাসানত আব্দুল্লাহ
- বাঁচাও শেয়ারবাজার’: বিনিয়োগকারীদের গর্জনে কাঁপলো মতিঝিল
- শেয়ারবাজারের স্থিতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বিএসইসি
- বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি দাউদ হায়দার মারা গেছেন
- ১১ কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশ: কার লাভ, কার ক্ষতি?
- রিয়াল বনাম বার্সা ফাইনাল: কখন, কোথায়, কিভাবে দেখবেন আজ রাতে
- বিনিয়োগকারীদের জন্য ৭ কোম্পানির নগদ লভ্যাংশ ঘোষণা
- শ্রীলঙ্কার ‘না’ বলে দেওয়া, ভারতের সেতু স্বপ্ন স্থগিত