শান্ত-মোমিনুলের ঠান্ডা মাথার ব্যাটিংয়ে ভালো শুরু বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সিলেটে শুরু হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। রোববার (২০ এপ্রিল) টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুটা কিছুটা নড়বড়ে হলেও, মোমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা।
শুরুতেই দুই উইকেটের ধাক্কা
ইনিংসের অষ্টম ও দশম ওভারে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। শাদমান ইসলাম করেন ১২ রান, আর মাহমুদুল হাসান জয় ফেরেন ১৪ রান করে। দুটি উইকেটই নেন জিম্বাবুয়ের পেসার ভিক্টর নাউচি।
তারপর মাঠে নামেন শান্ত-মোমিনুল, শুরু হয় মেরামত কাজ
দুই সেট ব্যাটার শান্ত ও মোমিনুল হক ধৈর্যের সঙ্গে খেলতে থাকেন। ঝুঁকিহীন ব্যাটিংয়ে গড়ে তোলেন তৃতীয় উইকেট জুটি। মোমিনুল ছিলেন রক্ষণাত্মক, অন্যদিকে শান্ত ছিলেন আরও আত্মবিশ্বাসী ও নিয়ন্ত্রিত। একসময় ৭৭ বলে আসে তাদের ৫০ রানের জুটি।
লাঞ্চ পর্যন্ত স্কোর: ৯৮/২
প্রথম সেশন শেষে বাংলাদেশের স্কোর ৯৮ রান, দুই উইকেট হারিয়ে। শান্ত ৬৫ বলে ৪০* রানে অপরাজিত, আর মোমিনুল খেলেছেন ৬৭ বলে ২৫* রানের ইনিংস। এখনো হাতে আছে ৮ উইকেট, এবং বড় স্কোর গড়ার পূর্ণ সুযোগ।
বাংলাদেশ ইনিংস সংক্ষেপে:
উইকেট: ২ (শাদমান ১২, জয় ১৪)
শান্ত: ৪০* (৬৪ বল, ৬ চার)
মোমিনুল: ২৫* (৬৭ বল, ৩ চার)
মোট রান: ৯৮/২ (৩১.১ ওভার)
রানরেট: ৩.১৪
জিম্বাবুয়ের বোলিং:
ভিক্টর নাউচি: ৮ ওভার, ৩৬ রান, ২ উইকেট
মুজারাবানি: ১১.১ ওভার, ২৩ রান
এনগারাভা: ১১ ওভার, ৩৩ রান
শুরুটা যতটা হতাশাজনক ছিল, শান্ত-মোমিনুল মিলে সেই চাপ দুর্দান্তভাবে সামলে নিয়েছেন। এখন তাদের লক্ষ্য হবে ইনিংস লম্বা করা। পরের ব্যাটারদের সাপোর্ট পেলে প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথেই বাংলাদেশ।
মো: রাজিব আলী/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- দেশের বাজারে ইতিহাস গড়ে কমলো সোনার দাম, জেনেনিন বাজার মূল্য
- অভিনেতা সিদ্দিককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল কর্মীরা
- আজ বাংলাদেশের বাজারে১৮ ক্যারেট, ২১ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দাম
- ৬ ইন্স্যুরেন্স কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা, কারা কত শতাংশ দিচ্ছে
- বাংলাদেশ স্কোয়াডে দুই পরিবর্তন, আসছে এক চেনা মুখ ও এক নতুন নাম
- বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন হাসানত আব্দুল্লাহ
- মার্জিন রুলস ১৯৯৯-এ বড় পরিবর্তন: পুঁজিবাজারের নতুন দিগন্ত
- ১১ কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশ: কার লাভ, কার ক্ষতি?
- ৬৯০ টাকায় সাড়ে ১২ কেজির এলপি গ্যাস, কেন পাচ্ছে না সাধারণ মানুষ?
- শেয়ারবাজারের স্থিতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বিএসইসি
- বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি দাউদ হায়দার মারা গেছেন
- বিনিয়োগকারীদের জন্য ৭ কোম্পানির নগদ লভ্যাংশ ঘোষণা
- আজকের সৌদি রিয়াল রেট (২৮ এপ্রিল ২০২৫)
- ১৬ কোম্পানির ইপিএস প্রকাশ: কার আয় বাড়ল, কে পড়ল লোকসানে
- রিয়াল বনাম বার্সা ফাইনাল: কখন, কোথায়, কিভাবে দেখবেন আজ রাতে