শাকিব খানের ‘বরবাদ’ ২০ দিনে ৫০ কোটি আয়

নিজস্ব প্রতিবেদক: শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা ঈদুল ফিতরে মুক্তির পর থেকেই বাংলা চলচ্চিত্রে এক অভাবনীয় আলোড়ন তুলেছে। মুক্তির মাত্র ২০ দিনের মাথায় সিনেমাটির টিকিট বিক্রির পরিমাণ ছাড়িয়েছে ৫০ কোটি টাকা। এমন দাবি করেছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান রিয়াল এনার্জি প্রোডাকশন।
তবে এত বড় সাফল্যের মাঝেও তৈরি হয়েছে বিভ্রান্তি ও বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন উঠেছে, সিনেমাটির প্রযোজক শাহারিন আক্তার নাকি এখনো তার লগ্নির পুরো টাকা ফেরত পাননি। কেউ কেউ এমনকি দাবি করেছেন, ১৫ কোটি টাকার বাজেটও নাকি তুলতে পারেননি তিনি।
এই বিষয়ে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহারিন আক্তার বলেন, “এসব কথা আমিও শুনেছি। তবে আমি এসব নিয়ে চিন্তিত নই। আমাদের লগ্নির টাকা দ্বিতীয় সপ্তাহেই উঠে গেছে। এখনো আমরা স্যাটেলাইট ও ওটিটি রাইটস বিক্রি করিনি। সেখান থেকেও বড় অঙ্কের আয় হবে।”
তবে বাস্তব সমস্যা রয়েছে দেশের একাধিক সিনেমা হলে ডিজিটাল টিকিটিং সিস্টেম না থাকায়। শাহারিন আক্তার জানান, অনেক সিঙ্গেল স্ক্রিন হলে এখনো সঠিক আয় হিসাব পাওয়া যাচ্ছে না। অভিযোগ উঠেছে, কিছু হল মালিক কারচুপি করে একটি হিট সিনেমার মাধ্যমে বছরের বেশিরভাগ আয় তুলতে চাইছেন।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল হল মালিকদের সঙ্গে বৈঠক হয়। সেখানে সমঝোতার ভিত্তিতে প্রযোজনা সংস্থা থেকে জানানো হয়, ২০ দিনে সিনেমাটির গ্রস কালেকশন ৫০ কোটি টাকারও বেশি।
এদিকে, শুধু দেশেই নয়, বিদেশেও ‘বরবাদ’ দারুণভাবে চলছে। মধ্যপ্রাচ্য, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে ছবিটির একের পর এক হাউসফুল শো চলছে। এমনকি অনেক দেশে বাড়তি শোয়েরও আয়োজন করা হয়েছে।
IMDb-তে ‘বরবাদ’ ঢুকে পড়েছে সেরা ১০০ সিনেমার তালিকায়, যা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি গর্বের বিষয়। অনেকেই বলছেন, বাংলা সিনেমা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছানোর পথে এগিয়ে চলেছে।
কয়েক বছর আগে শাকিব খান বলেছিলেন, “একদিন আমাদের দেশীয় সিনেমাও ১০০ কোটির ঘরে পৌঁছাবে।” সে সময় অনেকেই বিষয়টিকে হাস্যকর মনে করেছিলেন। কিন্তু ‘বরবাদ’ প্রমাণ করে দিয়েছে, পরিকল্পিত প্রযোজনা, বড় বাজেট ও আধুনিক নির্মাণশৈলীতে দেশীয় সিনেমাও আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারে।
বিশেষজ্ঞদের ধারণা, এই সাফল্য ঈদুল আজহা পর্যন্ত অব্যাহত থাকলে ‘বরবাদ’ সহজেই ১০০ কোটির ক্লাবে প্রবেশ করতে পারে। আর সেটা হলে এটি হবে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে প্রথম কোনো ‘সেঞ্চুরি হিট’।
‘বরবাদ’ এখন আর শুধু একটি সিনেমা নয়—এটি হয়ে উঠেছে ঢালিউডের একটি আন্দোলনের নাম, একটি পরিবর্তনের প্রতীক।
মো: রাজিব আলী/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে গতি ফেরাতে এবার বড় সিদ্ধান্ত নিল বিএসইসি
- দেশের বাজারে ইতিহাস গড়ে কমলো সোনার দাম, জেনেনিন বাজার মূল্য
- সিলেটে ক্রিকেট মাঠে শোকের ছায়া: বিসিবি কর্মকর্তার অকাল মৃত্যু
- বাংলাদেশে ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার মূল্য তালিকা
- বাংলাদেশ স্কোয়াডে দুই পরিবর্তন, আসছে এক চেনা মুখ ও এক নতুন নাম
- মার্জিন রুলস ১৯৯৯-এ বড় পরিবর্তন: পুঁজিবাজারের নতুন দিগন্ত
- ৬ ইন্স্যুরেন্স কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা, কারা কত শতাংশ দিচ্ছে
- বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন হাসানত আব্দুল্লাহ
- বাঁচাও শেয়ারবাজার’: বিনিয়োগকারীদের গর্জনে কাঁপলো মতিঝিল
- শেয়ারবাজারের স্থিতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বিএসইসি
- বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি দাউদ হায়দার মারা গেছেন
- ১১ কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশ: কার লাভ, কার ক্ষতি?
- রিয়াল বনাম বার্সা ফাইনাল: কখন, কোথায়, কিভাবে দেখবেন আজ রাতে
- বিনিয়োগকারীদের জন্য ৭ কোম্পানির নগদ লভ্যাংশ ঘোষণা
- শ্রীলঙ্কার ‘না’ বলে দেওয়া, ভারতের সেতু স্বপ্ন স্থগিত