ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

দানি ওলমোর জাদুতে মায়োর্কাকে হারিয়ে লা লিগায় শীর্ষে বার্সেলোনা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ২৩ ০৫:২৯:৫৮
দানি ওলমোর জাদুতে মায়োর্কাকে হারিয়ে লা লিগায় শীর্ষে বার্সেলোনা

নিজস্ব প্রতিবেদক:

গোল ব্যবধান কম হলেও আক্রমণ ও পাসে ছিল বার্সার একতরফা দখল

লা লিগার শীর্ষস্থানের লড়াইয়ে বড় জয় তুলে নিয়েছে বার্সেলোনা। শনিবার রাতে (বাংলাদেশ সময়) এস্তাদি অলিম্পিক লুইস কম্পানিসে অনুষ্ঠিত ম্যাচে তারা ১-০ গোলে হারিয়েছে রক্ষণাত্মক কৌশলে খেলা মায়োর্কাকে। ম্যাচের একমাত্র গোলটি করেন স্প্যানিশ তারকা দানি ওলমো, দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৬')।

ম্যাচের হাইলাইটস:

গোল: দানি ওলমো (৪৬')

বল দখল: বার্সেলোনা – ৭৯%, মায়োর্কা – ২১%

শট অন টার্গেট: বার্সা – ১৩, মায়োর্কা – ০

পাস সম্পন্ন: বার্সা – ৭৪৫, মায়োর্কা – ১৯৯

ফাউল: বার্সা – ১০, মায়োর্কা – ৭

বার্সেলোনা পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে। একের পর এক আক্রমণে বিপর্যস্ত ছিল মায়োর্কার ডিফেন্স। তবে গোলের সুযোগগুলো কাজে লাগাতে না পারায় ব্যবধান বড় হয়নি।

পয়েন্ট তালিকায় কী পরিবর্তন?

এই জয়ের ফলে ৩৩ ম্যাচে বার্সেলোনার সংগ্রহ ৭৬ পয়েন্ট, আর তারা এখন লা লিগা টেবিলের শীর্ষে।

নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৯, তবে তাদের হাতে রয়েছে এক ম্যাচ কম।

অপরদিকে, হারের ফলে মায়োর্কা ৪৪ পয়েন্ট নিয়ে ৭ম স্থানে রয়ে গেছে। তাদের জন্য ইউরোপা কনফারেন্স লিগে খেলার সম্ভাবনা এখনও বেঁচে আছে, তবে সামনের ম্যাচগুলোতে ভালো ফল করতে হবে।

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ