টানা দরপতনে নড়েচড়ে বসলো বিএসইসি, গঠন হলো তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক:
শেয়ারবাজারে অস্বাভাবিক পরিস্থিতির খতিয়ান আসছে শিগগির
দেশের শেয়ারবাজারে টানা দরপতনের ঘটনায় নড়েচড়ে বসেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই অস্বাভাবিক পতনের কারণ অনুসন্ধানে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে সংস্থাটি।
রোববার (২৭ এপ্রিল) বিএসইসি আনুষ্ঠানিকভাবে কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়। তদন্ত কমিটির সদস্যরা হলেন—বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শামসুর রহমান, উপ-পরিচালক মুহাম্মদ ওরিসুল হাসান রিফাত, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সহকারী মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সহকারী ব্যবস্থাপক কাজী মিনহাজ উদ্দিন।
কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে বিএসইসি।
কেন তদন্ত কমিটি গঠন করা হলো?
বিএসইসির জারি করা আদেশে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারের নিম্নমুখী প্রবণতা ‘অস্বাভাবিক ও সন্দেহজনক’ মনে হচ্ছে। সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় এই পরিস্থিতির গভীর তদন্ত প্রয়োজন। এজন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এবং বিএসইসি আইন, ১৯৯৩ অনুযায়ী কমিশন তদন্তের সিদ্ধান্ত নিয়েছে।
শেয়ারবাজারে কী ঘটছে?
গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ব্যাংক ও অন্যান্য আর্থিক খাতে ইতিবাচক পরিবর্তন লক্ষ করা গেলেও, এর কোনো ইতিবাচক প্রভাব শেয়ারবাজারে দেখা যায়নি। বরং ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১২ শতাংশ কমেছে।
আরও পড়ুন:
শেয়ারবাজারের ধ্বস: ৮ হাজার ৫১৯ কোটি টাকা মূলধন হারানো
আজ ২৬ কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশ: কার লাভ, কার ক্ষতি?
৬ ইন্স্যুরেন্স কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা, কারা কত শতাংশ দিচ্ছে
এতে বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক হতাশা তৈরি হয়েছে। অনেক স্টেকহোল্ডার ও বিশ্লেষক মনে করছেন, বাজার ব্যবস্থাপনায় বর্তমান বিএসইসি কমিশন ব্যর্থ হয়েছে। এর ফলে বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিনিয়োগকারীদের বিক্ষোভও চলমান রয়েছে।
বিনিয়োগকারীদের প্রত্যাশা
শেয়ারবাজারের পতনে ক্ষতিগ্রস্ত লাখো বিনিয়োগকারী এখন তাকিয়ে রয়েছেন তদন্ত কমিটির প্রতিবেদনের দিকে। তারা আশাবাদী, দ্রুত সত্য উদ্ঘাটিত হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বাজারে আস্থা ফিরিয়ে আনা হবে।
রাজিব/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে গতি ফেরাতে এবার বড় সিদ্ধান্ত নিল বিএসইসি
- দেশের বাজারে ইতিহাস গড়ে কমলো সোনার দাম, জেনেনিন বাজার মূল্য
- সিলেটে ক্রিকেট মাঠে শোকের ছায়া: বিসিবি কর্মকর্তার অকাল মৃত্যু
- বাংলাদেশে ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার মূল্য তালিকা
- বাংলাদেশ স্কোয়াডে দুই পরিবর্তন, আসছে এক চেনা মুখ ও এক নতুন নাম
- মার্জিন রুলস ১৯৯৯-এ বড় পরিবর্তন: পুঁজিবাজারের নতুন দিগন্ত
- ৬ ইন্স্যুরেন্স কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা, কারা কত শতাংশ দিচ্ছে
- বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন হাসানত আব্দুল্লাহ
- শেয়ারবাজারের স্থিতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বিএসইসি
- বাঁচাও শেয়ারবাজার’: বিনিয়োগকারীদের গর্জনে কাঁপলো মতিঝিল
- বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি দাউদ হায়দার মারা গেছেন
- ১১ কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশ: কার লাভ, কার ক্ষতি?
- রিয়াল বনাম বার্সা ফাইনাল: কখন, কোথায়, কিভাবে দেখবেন আজ রাতে
- বিনিয়োগকারীদের জন্য ৭ কোম্পানির নগদ লভ্যাংশ ঘোষণা
- শ্রীলঙ্কার ‘না’ বলে দেওয়া, ভারতের সেতু স্বপ্ন স্থগিত