ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে: মিরাজের সেঞ্চুরিতে বাংলাদেশের বড় লিড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ৩০ ১৪:১৯:১২
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে: মিরাজের সেঞ্চুরিতে বাংলাদেশের বড় লিড

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচের তৃতীয় দিন শেষে বেশ মজবুত অবস্থানে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ২২৭ রানের জবাবে বাংলাদেশ তুলে নিয়েছে ৯ উইকেটে ৪৪২ রান, ফলে ২১৫ রানের বিশাল লিডে রয়েছে টাইগাররা।

জিম্বাবুয়ের প্রথম ইনিংস: ২২৭ রান

টস জিতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেনি। দলের পক্ষে সবচেয়ে বড় অবদান রাখেন মিডল অর্ডারের শন উইলিয়ামস (৬৭) ও ওপেনার নিক ওয়েলচ (৫৪)। তবে টাইগার স্পিনার তাইজুল ইসলামের ঘূর্ণিতে কাবু হয়ে যায় জিম্বাবুয়ে ব্যাটিং লাইনআপ, তিনি একাই শিকার করেন ৬ উইকেট (৬/৬০)।

নাইম হাসানও ভালো সাপোর্ট দেন, নেন ২ উইকেট। জিম্বাবুয়ে অলআউট হয় ৯০.১ ওভারে।

বাংলাদেশের প্রথম ইনিংস: ৪৪২/৯ (চলমান)

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দৃঢ়তা দেখায় বাংলাদেশ।

শাদমান ইসলাম খেলেন ইনিংসের ভিত্তি গড়ে দেওয়া দারুণ এক সেঞ্চুরি (১২০ রান, ১৬ চার, ১ ছয়)।

এরপর নিচের দিকে মেহেদী হাসান মিরাজের অনবদ্য শতক (১০২)* দলের স্কোরকে নিয়ে যায় সাড়ে চারশ পার।

তাছাড়া, তানজিম হাসান সাকিবের ৪১ রানের কার্যকর ইনিংস দলের লিড আরও দৃঢ় করে তোলে।

জিম্বাবুয়ের বোলিং হালচাল

জিম্বাবুয়ের হয়ে ভিনসেন্ট মাসেকেসা ছিলেন সবচেয়ে সফল বোলার, নেন ৪ উইকেট। এছাড়া ব্রায়ান বেনেট, ব্লেসিং মুজারাবানি, ওয়েলিংটন মাসাকাদজা ও ম্যাধেভেরে নেন একটি করে উইকেট।

বর্তমান অবস্থা (তৃতীয় দিন, দ্বিতীয় সেশন পর্যন্ত):

বাংলাদেশ: ৪৪২/৯ (১২৭.৩ ওভার)

লিড: ২১৫ রান

ক্রিজে: মেহেদী হাসান মিরাজ (১০২*) ও হাসান মাহমুদ (০*)

রানের গতি: ৩.৪৬

তৃতীয় দিনের মধ্যভাগে গিয়েই বাংলাদেশ যা লিড নিয়েছে, তা ম্যাচে জয় পেতে যথেষ্ট হতে পারে। এখন যদি তারা দ্রুত ইনিংস ঘোষণা করে এবং জিম্বাবুয়েকে আবার ব্যাটিংয়ে নামায়, তবে ফল আসার পথ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে।

রাজিব/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ