ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

ইনিংস ব্যবধানে জয়, সিরিজে সমতায় ফিরলো বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ৩০ ১৮:০৪:৪৬
ইনিংস ব্যবধানে জয়, সিরিজে সমতায় ফিরলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় টেস্টে ইনিংস ও ১০৬ রানের বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টাইগাররা পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছিল খেলাটি। এই জয়ের মাধ্যমে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১–১ ব্যবধানে ড্র হয়েছে। প্রথম টেস্টে জয় পেয়েছিল জিম্বাবুয়ে।

প্রথম ইনিংসে বাংলাদেশের বড় সংগ্রহ

টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম ইনিংসে তোলে ৪৪৪ রানের বিশাল সংগ্রহ। সাদমান ইসলাম করেন ১২০ রান, মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে আসে ঝকঝকে ১০৪ রান। মুশফিকুর রহিম ৪০, মুমিনুল হক ৩৩ এবং অধিনায়ক শান্ত ২৩ রান করেন। ভিনসেন্ট মাসেকেসা নেন সর্বোচ্চ ৫টি উইকেট।

জিম্বাবুয়ের প্রথম ইনিংসে টাইগার বোলিং তাণ্ডব

জবাবে জিম্বাবুয়ে করে মাত্র ২২৭ রান। সিন উইলিয়ামস ৬৭ ও ক্রেইগ আরভিন ৫৩ রান করেন। তাইজুল ইসলাম নেন ৫ উইকেট, নাঈম হাসান ও তানজিম হাসান শিকার করেন ২টি করে উইকেট।

দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের ভরাডুবি

ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ে গুটিয়ে যায় মাত্র ১১১ রানে। বেন কারেন করেন সর্বোচ্চ ৪৬ রান। মেহেদী হাসান মিরাজ ৫টি, তাইজুল ইসলাম ৪টি এবং নাঈম হাসান ১টি উইকেট নেন।

ম্যাচ সেরা মেহেদী হাসান মিরাজ

ব্যাটে সেঞ্চুরি ও বোলিংয়ে ৫ উইকেট – দুই বিভাগে দারুণ অবদান রাখায় ম্যাচসেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ। প্রথম টেস্টে না খেলা এই অফস্পিনার ফিরেই বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর মূল কারিগর হয়ে উঠেছেন।

সিরিজের ফলাফল

প্রথম টেস্ট (মিরপুর): জিম্বাবুয়ে জয়ী

দ্বিতীয় টেস্ট (চট্টগ্রাম): বাংলাদেশ জয়ী ইনিংস ও ১০৬ রানে

সিরিজ: ১–১ ড্র

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৪৪ সবকটি উইকেটে (সাদমান ১২০, মিরাজ ১০৪; মাসেকেসা ৫/১০৫)

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২২৭ সবকটি উইকেটে (উইলিয়ামস ৬৭, আরভিন ৫৩; তাইজুল ৫/৬০)

জিম্বাবুয়ে ২য় ইনিংস: ১১১ সবকটি উইকেটে (কারেন ৪৬; মিরাজ ৫/২৫, তাইজুল ৪/৩۲)

ফল: বাংলাদেশ জয়ী ইনিংস ও ১০৬ রানে

ম্যাচসেরা: মেহেদী হাসান মিরাজ

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ