ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বিনিয়োগকারীদের জন্য ইসলামী ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজার ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ৩০ ১৮:৩৮:৩৭
বিনিয়োগকারীদের জন্য ইসলামী ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগকারীদের জন্য সুখবর নিয়ে এলো বীমা খাতের আলোচিত কোম্পানি ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) ঘোষণা করেছে। কোম্পানির পর্ষদ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে।

আয় বাড়লেও ক্যাশ ফ্লো চাপের মুখে

আলোচ্য বছরের প্রথম প্রান্তিকে ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ৮০ পয়সা, যা আগের বছরের ৭২ পয়সার তুলনায় ১১ শতাংশ বেশি। আয় বেড়ে যাওয়ার এই ইতিবাচক প্রবণতা কোম্পানির কার্যক্রমে স্থিতিশীলতা ও মুনাফার সক্ষমতা নির্দেশ করে।

তবে বিনিয়োগকারীদের জন্য কিছুটা ভাবনার জায়গা রেখে গেছে কোম্পানির শেয়ার প্রতি নগদ প্রবাহ (Cash Flow Per Share)। চলতি বছরের প্রথম প্রান্তিকে এটি দাঁড়ায় মাত্র ১২ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে তা ছিল ৫৮ পয়সা। অর্থাৎ, ক্যাশ ফ্লো কমেছে প্রায় ৭৯ শতাংশ।

সম্পদের ভিত্তি এখনও শক্ত

২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত হিসাব অনুযায়ী, ইসলামী ইন্স্যুরেন্সের প্রতি শেয়ার সমন্বিত সম্পদ মূল্য (NAVPS) দাঁড়িয়েছে ২৩ টাকা ৪৭ পয়সা। যা কোম্পানিটির ব্যালেন্স শিটকে যথেষ্ট মজবুত বলেই প্রতিফলিত করে।

সামনে এজিএম, জানা যাবে বিস্তারিত

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটি শিগগিরই বার্ষিক সাধারণ সভার (AGM) তারিখ ঘোষণা করবে। একইসঙ্গে নির্ধারিত হবে রেকর্ড ডেট, যার ভিত্তিতে বিনিয়োগকারীরা লভ্যাংশ পাওয়ার যোগ্য হবেন।

ইসলামী ইন্স্যুরেন্সের এই ঘোষণা মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে বিনিয়োগকারীদের মধ্যে। একদিকে আয় বেড়েছে এবং শক্ত NAV, অন্যদিকে ক্যাশ ফ্লো-তে নেতিবাচক প্রবণতা। তবে ২০% নগদ লভ্যাংশ কোম্পানির বিনিয়োগবান্ধব মনোভাবেরই ইঙ্গিত।

আল-আমিন ইসলাম/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ