ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

বাংলাদেশের জয়ের দিনের সিরিজ সেরা ও ম্যাচ সেরা হলেন যে ক্রিকেটার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ৩০ ১৯:২০:৪৬
বাংলাদেশের জয়ের দিনের সিরিজ সেরা ও ম্যাচ সেরা হলেন যে ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ও শেষ টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারিয়ে সিরিজ ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। পুরো ম্যাচজুড়েই দারুণ আধিপত্য বিস্তার করে খেলেছে টাইগাররা। ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরি আর বল হাতে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। একইসঙ্গে সিরিজ সেরা হয়েছেন তিনিই।

প্রথম ইনিংসে জিম্বাবুয়ে: ২২৭ রান

প্রথমে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ২২৭ রান করে অলআউট হয়। দলের হয়ে সবচেয়ে বড় সংগ্রহ আসে শন উইলিয়ামসের ব্যাট থেকে—৬৭ রান। এছাড়া নিক ওয়েলচ ৫৪ ও ব্রায়ান বেনেট এবং বেন কারান দু’জনই করেন ২১ রান করে।

বাংলাদেশের হয়ে বল হাতে বিধ্বংসী ছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ২৭.১ ওভারে ৬ উইকেট শিকার করে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপে ধস নামান তিনি। নাঈম হাসান পান ২ উইকেট, তানজিম হাসান সাকিব ও মিরাজ একটি করে উইকেট নেন।

বাংলাদেশ ১ম ইনিংসে বিশাল ৪৪৪ রান

উত্তর দেয় টাইগারদের ব্যাটিং লাইনআপ। ওপেনার শাদমান ইসলাম ১২০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। মেহেদী হাসান মিরাজও খেলেন ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস—১০৪ রান। এছাড়া মুশফিকুর রহিম ৪০, আনামুল হক ৩৯, মোমিনুল হক ৩৩ ও তানজিম হাসান সাকিব ৪১ রান করে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করান।

জিম্বাবুয়ের হয়ে ভিনসেন্ট মাসেকেসা একাই ৫টি উইকেট শিকার করেন। একটি করে উইকেট নেন বেনেট, মুজারাবানি, মাধেভেরে ও মাসাকাদজা।

দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের বিপর্যয়: ১১১ রানেই অলআউট

৪৪৪ রানের জবাবে জিম্বাবুয়ের ব্যাটাররা দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হন। পুরো দল গুটিয়ে যায় মাত্র ১১১ রানে। বেন কারান করেন সর্বোচ্চ ৪৬ রান, ক্রেইগ আর্ভিন ২৫ এবং ওয়েলিংটন মাসাকাদজা করেন ১০ রান। বাকিরা একে একে ধ্বসে পড়েন।

এই ইনিংসে বল হাতে ম্যাজিক দেখান মেহেদী হাসান মিরাজ। ২১ ওভারে মাত্র ৩২ রানে ৫ উইকেট নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিংয়ের কোমর ভেঙে দেন তিনি। তাইজুল ইসলাম ৩টি ও নাঈম হাসান ১টি উইকেট শিকার করেন।

ম্যাচ ও সিরিজ সেরা: মেহেদী হাসান মিরাজ

একই ম্যাচে সেঞ্চুরি এবং পাঁচ উইকেট—একজন অলরাউন্ডারের স্বপ্নের পারফরম্যান্সই উপহার দিলেন মেহেদী হাসান মিরাজ। ম্যাচে ১০৪ রান ও ৫/৩২ এবং পুরো সিরিজে ১৫ উইকেট ও ১১৬ রান করে অনায়াসে প্লেয়ার অব দ্য ম্যাচ ও সিরিজের পুরস্কার জিতে নেন তিনি।

ফলাফল:

বাংলাদেশ প্রথম ইনিংস- ৪৪৪

জিম্বাবুয়ের প্রথম ও দ্বিতীয় ইনিংস- ২২৭ ও ১১১

বাংলাদেশ জিতেছে ইনিংস ও ১০৬ রানে

চট্টগ্রাম টেস্টে দাপুটে জয়ে বাংলাদেশ আবারও প্রমাণ করলো ঘরের মাঠে তারা কতটা শক্তিশালী। এই জয় টাইগারদের আত্মবিশ্বাস আরও বাড়াবে সামনের বড় সিরিজগুলোতে।

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ