ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

আইপিএল, পিএসএল, ইউরোপা সেমিফাইনালসহ দেখেনিন টিভিতে সকল খেলার সূচি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ মে ০১ ১০:০১:৩৪
আইপিএল, পিএসএল, ইউরোপা সেমিফাইনালসহ দেখেনিন টিভিতে সকল খেলার সূচি

নিজস্ব প্রতিবেদক: মে মাসের প্রথম দিনেই জমজমাট খেলার দিনে পরিণত হচ্ছে ১ মে ২০২৫। আজ টেলিভিশনের পর্দায় চোখ রাখলেই দর্শকদের জন্য থাকছে একের পর এক উত্তেজনাপূর্ণ ম্যাচ। টেনিস থেকে শুরু করে ফুটবলের ইউরোপীয় রাত—সবকিছুই আজ যেন এক ছাদের নিচে।

টেনিসপ্রেমীদের জন্য: মাদ্রিদ ওপেন

বিকেল ৫টা থেকে সনি স্পোর্টস ৫ চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে মর্যাদাপূর্ণ মাদ্রিদ ওপেনের খেলা। ক্লে কোর্টে চলছে শীর্ষ তারকাদের জমজমাট লড়াই।

পিএসএল ডাবল হেডার: নাগরিক টিভিতে

পাকিস্তান সুপার লিগে আজ রয়েছে দুইটি হাইভোল্টেজ ম্যাচ।

মুলতান বনাম করাচি: বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হবে দিনের প্রথম ম্যাচ।

লাহোর বনাম কোয়েটা: রাত ৯টা থেকে দেখা যাবে দ্বিতীয় ম্যাচটি।

উভয় ম্যাচই সম্প্রচার করবে নাগরিক টিভি।

আইপিএলের উত্তেজনা: রাজস্থান বনাম মুম্বাই

ভারতের জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ আইপিএলে আজ মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস ও মুম্বাই ইন্ডিয়ান্স। রাত ৮টায় টি স্পোর্টসে ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে। পয়েন্ট টেবিলের অবস্থান বদলের দারুণ সুযোগ সামনে দুই দলেরই।

প্রিমিয়ার লিগে রাতের একমাত্র ম্যাচ

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মুখোমুখি হচ্ছে নটিংহাম ফরেস্ট ও ব্রেন্টফোর্ড। ম্যাচটি শুরু হবে রাত ১২টা ৩০ মিনিটে এবং সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট ১।

ইউরোপা লিগ: সেমিফাইনালের মহারণ

আজ ইউরোপা লিগের সেমিফাইনালে দুটি জমজমাট লড়াই:

অ্যাথলেটিক বিলবাও বনাম ম্যানচেস্টার ইউনাইটেড

টটেনহাম হটস্পার বনাম বোডো/গ্লিমট

দুই ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। বিলবাও-ইউনাইটেড ম্যাচ দেখা যাবে সনি স্পোর্টস ২ ও ৩-এ এবং টটেনহাম-গ্লিমট ম্যাচ সম্প্রচার করবে সনি স্পোর্টস ১।

কনফারেন্স লিগেও সেমিফাইনাল

একই সময় শুরু হবে ইউরোপিয়ান কনফারেন্স লিগের সেমিফাইনাল—জুরগার্ডেনস বনাম চেলসি। এই ম্যাচটি দেখা যাবে সনি স্পোর্টস ৫-এ।

খেলার দিনটিকে স্মরণীয় করে তুলুন

আজকের দিনে যারা স্পোর্টস প্রেমী, তাদের জন্য ঘরে বসেই টিভি স্ক্রিনে রয়েছে একের পর এক প্রতিযোগিতা। শুধু একটি রিমোট আর সময়টা ঠিক করে রাখুন, কারণ আজকের রাত ঘুমানোর নয়, খেলায় ডুবে থাকার।

মোঃ রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এক নজরে ৬৩ কোম্পনির ইপিএস: কার লাভ, কার লোকসান

এক নজরে ৬৩ কোম্পনির ইপিএস: কার লাভ, কার লোকসান

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬৩টি কোম্পানি সম্প্রতি তাদের প্রথম এবং তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনগুলোতে কোম্পানিগুলোর... বিস্তারিত