ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়লেন ইয়ামাল, এমবাপ্পেকে সরিয়ে নতুন রেকর্ড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ মে ০১ ১১:৫৩:০২
চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়লেন ইয়ামাল, এমবাপ্পেকে সরিয়ে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে রাত যত গভীর হয়, নাটকীয়তা যেন ততই বাড়ে। ঠিক তেমনই এক ম্যাচ দেখা গেল বার্সেলোনা ও ইন্টার মিলানের মধ্যকার সেমিফাইনালের প্রথম লেগে। ম্যাচটি শেষ হয়েছে ৩-৩ গোলে, কিন্তু ফলাফলের চেয়েও বেশি আলোচনায় উঠে এসেছেন এক তরুণ—লামিনে ইয়ামাল।

শুধু বার্সার নয়, ইউরোপিয়ান ফুটবলের ইতিহাসে নিজের নাম উজ্জ্বল অক্ষরে লিখে নিয়েছেন তিনি। মাত্র ১৭ বছর ২৯১ দিন বয়সে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে গোল করে সবচেয়ে কনিষ্ঠ গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেছেন ইয়ামাল, ভেঙে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পের সাত বছরের পুরনো রেকর্ড।

ম্যাচের শুরু: বার্সার রক্ষণে ধস, ইন্টারের চমকপ্রদ শুরু

ক্যাম্প ন্যুতে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে নামে ইন্টার মিলান। প্রথম ২০ মিনিটেই বার্সেলোনার রক্ষণভাগে চাপ তৈরি করে তারা। ২১তম মিনিটে প্রথম গোলটি আসে কর্নার থেকে, এরপর মাত্র তিন মিনিট পর দ্বিতীয় গোল—বার্সা রীতিমতো চাপে পড়ে যায়। ভক্তদের মধ্যে তখন হতাশার ছায়া।

ইয়ামাল: প্রতিরোধের নাম

তবে ২৪ মিনিটে দৃশ্যপট বদলে দিতে শুরু করেন লামিনে ইয়ামাল। বল পায়ে ইন্টারের ডিফেন্স চিড়ে একক প্রচেষ্টায় ঢুকে পড়েন বক্সে। সেখানে অভিজ্ঞ মিডফিল্ডার হেনরিক মিখিতারিয়ানকে কাটিয়ে নিখুঁত শটে বল পাঠান জালে। বলটি পোস্টে লেগে গোলরক্ষককে পরাস্ত করে জড়ায় জালে—এ যেন কিশোর বয়সে এক মহাতারকার উদয়!

এই গোলেই বদলে যায় ম্যাচের গতি। বার্সা যেন নতুন প্রাণ ফিরে পায়, গ্যালারিতে ফিরে আসে উল্লাস।

এমবাপ্পেকে টপকে ইতিহাসে ইয়ামাল

ইয়ামালের এই গোল শুধুই একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল না, এটি ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত। ২০১৭ সালের সেমিফাইনালে ১৮ বছর ১৪০ দিন বয়সে গোল করে সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। সাত বছর পর সেই রেকর্ড ভেঙে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের সবচেয়ে কনিষ্ঠ গোলদাতা এখন ইয়ামাল।

ম্যাচের বাকিটুকু: উত্তেজনার পারদ তুঙ্গে

ইয়ামালের গোলে ব্যবধান কমার পর ৩৮তম মিনিটে ফেরান তোরেস গোল করে বার্সাকে সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধেও দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত ছিল। ইন্টার আবার এগিয়ে যায়, কিন্তু শেষ দিকে বার্সা সমতায় ফেরায় ম্যাচটি সমাপ্ত হয় ৩-৩ স্কোরলাইনে।

ফিরতি লেগের আগে কী দাঁড়ালো চিত্র?

এই ফলাফলে সেমিফাইনালের লড়াই এখন পুরোপুরি খোলা। ফিরতি লেগ হবে ইন্টার মিলানের মাঠ সান সিরোতে, যেখানে বার্সেলোনাকে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। তবে ইয়ামাল-তোরেসরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাতে বার্সা ভক্তরা আশাবাদী হতে পারেন।

ভবিষ্যতের তারকা আজকের নায়ক

ইয়ামালের এই পারফরম্যান্স কেবল একটি রেকর্ড নয়, এটি এক যুগের সূচনাও। ফুটবলবিশ্ব দেখছে আরেক সম্ভাব্য সুপারস্টারের উত্থান, যিনি শুধু বার্সার ভবিষ্যৎ নয়, ইউরোপিয়ান ফুটবলের ভবিষ্যৎও গড়ে দিতে পারেন।

মোঃ রাজিব/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এক নজরে ৬৩ কোম্পনির ইপিএস: কার লাভ, কার লোকসান

এক নজরে ৬৩ কোম্পনির ইপিএস: কার লাভ, কার লোকসান

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬৩টি কোম্পানি সম্প্রতি তাদের প্রথম এবং তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনগুলোতে কোম্পানিগুলোর... বিস্তারিত